শিরোনাম
চলে গেলেন অভিনেতা মঞ্জুর হোসেন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২০
চলে গেলেন অভিনেতা মঞ্জুর হোসেন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলে গেলেন চলচ্চিত্রের আরেক বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মঞ্জুর হোসেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ছিলেন। তার জন্ম ১৯৩৭ সালে। সে হিসাব অনুযায়ী তার বয়স হয়েছিল ৮১ বছর।


মঞ্জুর হোসেন অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি হারানো দিন, পয়সে, ধারাপাত, সাত রং, তালাশ, শীত বিকেল, বন্ধন, মিলন, কাজল, নবাব সিরাজউদ্দৌলা, কাঞ্চন মালা, ছোট সাহেব, বাজানা, রূপবান, নয়ন তারা, তুম মেওে হো, কুলি, মুক্তি, সংসার, নোলক, শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন।


তার প্রযোজিত পরিচালিত দুটি সিনেমা হচ্ছে ‘সমাপ্তি’ ও ‘দুটি মন দুটি আশা’। জীবনের শেষ সময়ে এসে মঞ্জ্রু হোসেন ব্যবসাতেই মগ্ন ছিলেন বেশি। রাজধানীর নবাবপুরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যেটি পরিচালনা করতেন তার সন্তানেরা।


অভিনয় না করলেও প্রায় সময়ই তিনি বিএফডিসিতে আসতেন। তবে বিগত প্রায় দুই বছর তাকে এফডিসিতে দেখা যায়নি।


বিবার্তা/অভি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com