
গেলো ২ ডিসেম্বর ছিলো দেশের কিংবদন্তী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন ছিলো না। প্রতিদিনের কর্ম বিরতি শেষে সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি।
কিন্তু সন্ধ্যার পর থেকেই তার বাসায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় তারই কর্মক্ষেত্রের প্রিয় প্রিয় বন্ধু, সহকর্মীসহ আরো অনেকেই। সেখানেই একই ফ্রেমে বাঁধা পড়েন চিত্রলেখা গুহ, মিলি বাশার, সাবেরী আলম, সুবর্ণা মুস্তাফা ও ওয়াহিদা মল্লিক জলি।
সেখানে আরো উপস্থিত হয়েছিলেন রাইসুল ইসলাম আসাদ, উত্তম গুহ, মাসুম বাশার, ইমন সাহা, শোয়েব ইসলাম, দীপা খন্দকার, রুনা খান, তাহমিনা সুলতানা মৌ, মৌসুমী নাগ, অমিতাভ রেজা, আরিফ খান, নীলাঞ্জনা নীলাসহ আরো অনেকে। সুবর্ণা মুস্তাফার জন্মদিনের হঠাৎ আড্ডার তত্ত্বাবধানে ছিলেন বদরুল আনাম সৌদ।
সুবর্ণা বলেন, নিজেদের মধ্যে খুব চমৎকার সময় কেটেছে আমাদের। আমিতো ভাবতেই পারিনি এমন সুন্দর মুহুর্তের মুখোমুখি হবো আমি। কারণ এবারের জন্মদিনে বিশেষ কোন আয়োজন ছিল না। যারা এসেছিলো তাদের সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো। সবার জন্য শুভ কামনা।
বিবার্তা/অভি/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net