শিরোনাম
প্লে-ব্যাক সম্রাটের জন্মদিন আজ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ১২:৩৯
প্লে-ব্যাক সম্রাটের জন্মদিন আজ
ছবি: গোলাম সাব্বির
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সিনেমার গানে নিজের অসাধারণ গায়কী দিয়ে একধরনের আধিপত্য তৈরি করে আজ থেকে বহুবছর আগেই নিজের নামের আগে প্লে-ব্যাক সম্রাট খেতাবটি যুক্ত করে নেন কন্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর।


তবে তিনি নিজে এই খেতাবে কখনোই সন্তুষ্ট প্রকাশ করেননি। তার ভাষ্যমতে তিনি শুধুই একজন কন্ঠশিল্পী। প্লে-ব্যাক সম্রাট খেতাব তাকে আবেগাপ্লুত করে না। তবে শ্রোতা দর্শকের ভালোবাসাকে তিনি ভীষণ শ্রদ্ধার চোখে দেখেন। কারণ শ্রোতা দর্শকই তাকে এই দেশের সঙ্গীতাঙ্গনে তাকে প্লে-ব্যাক সম্রাটে পরিণত করেছে।


আজ রবিবার প্লে-ব্যাক সম্রাটের জন্মদিন। তবে বরাবরের মতোই জন্মদিনে নেই তেমন কোনো আয়োজন। কারণ তার শ্বাশুড়ি খুব অসুস্থ। পরিবারের সবারই তাই সময় কাটছে হাসপাতালে।


যেহেতু আজ এ্যান্ড্রু কিশোরের জন্মদিন। তাই জন্মদিনের শুরুর প্রহরটা স্ত্রী, সন্তানদের আয়োজনে জন্মদিনের কেক কেটেছেন বলে জানান তিনি।


এ্যান্ড্রু কিশোর বলেন, জন্মদিন নিয়ে আমার কখনোই কোনো বাড়াবাড়ি রকমের কিছু করা হয়ে উঠেনি। যতোটুকু না করলেই নয় ততোটুকুই পরিবার থেকে করা হয়েছে। আর এবার যেহেতু আমার শ্বাশুড়ি অসুস্থ, তাই তেমন কিছুই করা হচ্ছে না। আমার স্ত্রী তার মায়ের সেবা করা নিয়েই ব্যস্ত।



তিনি আরো বলেন, তাছাড়া কিছুদিন আগে আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চুও হঠাৎ করেই সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেছেন। তার এই হঠাৎ চলে যাওয়াটায় পুরো সংস্কৃতি অঙ্গনে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। সবাইকে একদিন চলে যেতে হবে, এটা সত্যি। জীবন পরিপূর্ণ হবার আগেই চলে যাওয়াটা মেনে নেয়ার মতো নয়। তাই জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করছি যেন সুস্থ থাকি। সুস্থ থেকে জীবনটাকে পরিপূর্ণ করেই যেনে যেতে পারি।


এদিকে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন প্লে-ব্যাক সম্রাট।


সম্প্রতি ফরিদ আহমেদের সুর সঙ্গীতে ‘অধিকার’ সিনেমায় একটি গানে কন্ঠ দিয়েছেন এ্যান্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান।


এছাড়া প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা শেষ তিনটি গান আলম খানের সুর সঙ্গীতে গাইছেন এ্যান্ড্রু কিশোর। এরমধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। গানটি হচ্ছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রূমালে’। তবে গানটি কোন প্রযোজনা সংস্থা থেকে প্রকাশ পাবে তা এখনো চুড়ান্ত হয়নি বলে জানান এ্যান্ড্রু কিশোর।


১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিলো’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর আরো সাতবার এই পুরস্কারে ভূষিত হন তিনি।


বিবার্তা/অভি/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com