শিরোনাম
ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ২২:২৭
ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দর্শক নন্দিত জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন সাংস্কৃতিক দূত হিসেবে ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।


৫২ দেশের ১২ শতাধিক ব্যবসায়ী-শিল্পপতি-বাণিজ্য সম্পর্কিত এক্সপার্টরা এ মেলায় অংশ নেবেন। প্রতিটি দেশেরই পণ্য-সামগ্রির স্টল থাকবে। থাকবে মতবিনিময় কেন্দ্র।


বাণিজ্যমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারিন। পারফর্ম করার পাশাপাশি সেমিনারেও বক্তব্য রাখবেন তিনি। হোস্ট কমিটির আমন্ত্রণে তারিন ১২ অক্টোবর পৌঁছেছেন ফ্লোরিডায়। ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ মেলা।


এই বাণিজ্য ও সাংস্কৃতিক উৎসবে ২১১টি স্টল থাকবে। এরমধ্যে ৮টি বাংলাদেশীদের। মেলায় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্বে থাকা আতিকুর রহমান জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশের রফতানি বাণিজ্যের প্রসার ঘটাতে এ মেলার গুরুত্ব অপরিসীম। সে আলোকে কিছু পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশের কমার্স কাউন্সেলর শেখ আকতার হোসেন থাকবেন বাংলাদেশের স্টলে। ‘কানেক্ট ইয়ুর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে দক্ষিণ ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে এ মেলা ঘিরে প্রবাসীদের মধ্যেও উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com