শিরোনাম
গুণী শিল্পীদের কণ্ঠে জামাল হোসেনের গীতিকবিতা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৯
গুণী শিল্পীদের কণ্ঠে জামাল হোসেনের গীতিকবিতা
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এদেশের সাহিত্যাঙ্গনে তার বিচরণ ছিলো আগে থেকেই। কিন্তু এখন মনোযোগটা একটু বেশি যেন গীতিকবিতা রচনায়। কারণ এরইমধ্যে বাংলাদেশের অনেক গুণী শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছে তার লেখা গীতিকবিতা।


তিনি জামাল হোসেন। পেশায় সরকারি চাকরীজীবি হলেও শখের বশেই তার সাহিত্যাঙ্গণে বিচরণ। শখের বশেই যেন গীতিকবিতা লেখা তার। এরইমধ্যে তার লেখা গীতিকবি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর কন্ঠেও স্থান পেয়েছে। তার লেখা ‘তুমি আপন করে নিও আমায়’ গানটি মুহিনের সুর সঙ্গীতে কুমার শানু গেয়েছেন।


গানটি নিয়ে দারুণ আশাবাদও ব্যক্ত করেছেন কুমার শানু। শিগগিরই গানটি ‘রঙ্গন মিউজিক মঞ্চ’র ব্যানারে ইউটিউবে প্রকাশ হবে। জামাল হোসেনের লেখা প্রথম গান রন্টি দাশ গেয়েছিলেন। এর সুর সঙ্গীত করেছিলেন মুহিন। প্রথম গানটি ছিলো ‘রাতভর বৃষ্টির গান’।


এরপর জামাল হোসেনের কথায় ‘মনের জানালা’, ‘গানে গানে কেটে গেলো’, ‘শ্রাবণ এলে’ ‘মিষ্টি মেয়ে’,‘বাঁশ বাগান’, ‘কিছুটা কুয়াশা’, ‘ভাবনার বাতায়নে’, ‘গাঙচিল’, ‘তুই যে আমার কতো আপন’ শিরোনামের গানগুলোতে কন্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সুবীরনন্দী, ফাহমিদা নবী, পুলক, অপু, ঝিলিক, স্বরলিপি, নন্দিতা ও রাজীব।


লেখালেখি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, আমার লেখালেখির শুরুটা সেই ছোটবেলা থেকেই। আমার লেখার অনুপ্রেরণা নির্মলেন্দু গুণ। তবে এটাও সত্য যে আমার অফিসের সহকর্মীরা আমাকে লেখালেখির বিষয়ে খুব অনুপ্রেরণা যোগান। নিজের লেখা গীতিকবিতা দেশবরেণ্য শিল্পীদের কন্ঠে শুনতে এক অন্যরকম আনন্দ, ভালোলাগা কাজ করে। এই ভালোলাগা সত্যিকার অর্থে ভাষায় প্রকাশের নয়। আমি মন থেকে বাংলাদেশের গানের হারিয়ে যাওয়া নিজস্ব ঐতিহ্যটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার গীতিকবিতার মধ্যদিয়ে।


জামাল হোসেন বর্তমানে ঢাকা পূর্বর কাস্টম কমিশনার। তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় ছাত্র জীবনে দৈনিক আজাদ পত্রিকায় ‘মুকুলের মাহফিল’-এ। তাঁর প্রথম কবিতার বই ‘ভালোবাসার গণতন্ত্র’ ২০১৭ সালে প্রকাশিত হয়। তার লেখা অন্যান্য গল্পের বই হচ্ছে ‘সুবর্ণ দ্বীপে’, ‘কোথা সে ছায়া সখী কোথা সে জল’ এবং কবিতার বই ‘হরিণ চোখের শ্যামা মেয়ে’।


আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) এসোসিয়েসনের কার্যনির্বাহী পরিষত নির্বাচনে ভাইস প্রেসিডেসন্ট পদপ্রার্থী। জামাল হোসেনের স্ত্রী শাহীন আক্তার এবং একমাত্র কন্যা যারীন সাবাহ রঙ্গন।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com