শিরোনাম
আলোচনায় ‘রিইউনিয়ন’
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬
আলোচনায় ‘রিইউনিয়ন’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

`রিইউনিয়ন’, সহজ বাংলায় যাকে বলে পুনর্মিলন। আর তা যদি বন্ধুদের সঙ্গে হয়, তবে তো আর কথাই নেই। পুরনো বন্ধুদের একসঙ্গে ফ্রেমবন্দি করেছেন পরিচালক মুরারী এম রক্ষিত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেন।


চলতি বছর নভেম্বরে মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে তার আগেই সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ‘রিইউনিয়ন’। আগামী ৬ অক্টোবর সেখানে সিনেমাটি দেখানো হবে বলে জানালেন পরিচালক।


এটি মুরারীর প্রথম চলচ্চিত্র। ভাবনা, গল্প, চিত্রনাট্য, পরিচালনা সবই তার। মুরারী জানান, ‘আসলে এটা বন্ধুদের গল্প। এর কোনও ভৌগোলিক সীমা নেই। আমরা যখন ইউনিভার্সিটির হোস্টেলে থাকতাম তখন দেখেছি। সে সময় এত টিভি চ্যানেল বা সোশ্যাল মিডিয়া ছিল না। হিউম্যান কানেকশন অনেক বেশি ছিল। দর্শক রিলেট করতে পারবেন।’


রাইমা বলেন, ‘আগামী ৪ অক্টোবর আমি আর পরম তো যাচ্ছি ওখানে। খুব ডিফারেন্ট সিনেমা। ডিরেক্টর ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ নন। এটা তার প্রথম সিনেমা। কিন্তু প্যাশনেটলি লিখেছেন নিজে। আমি গ্রহণ করেছিলাম কারণ গল্পটা খুব সুন্দর। কলেজের বন্ধুদের নিয়ে। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দেখানো হবে। ২০ বছর পর দেখা হয় বন্ধুদের। কীভাবে সব বদলে গেছে, জীবন বদলে গেছে। বেসিক্যালি বন্ধুত্বের গল্প। পলিটিক্স, লয়ালটি, লাভ, অনেক ডিফারেন্ট টপিককে টাচ করা হয়েছে।’ সূত্র : আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com