শিরোনাম
গিটারের সাথে কেটে গেলো লাবুর ৪৫ বছর
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১
গিটারের সাথে কেটে গেলো লাবুর ৪৫ বছর
ছবি : গোলাম সাব্বির
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

লাবু রহমান, এদেশের কিংবদন্তী একজন গিটার বাদক। ভালোবেসে ১৯৭৩ সালে সেই যে হাতে ফেণ্ডার গিটার তুলে নিয়েছিলেন সে গিটারই যেন আজও বাজিয়ে চলেছেন। গিটারের প্রতি অদম্য ভালোবাসাই তাকে পরিণত করেছেন একজন কিংবদন্তীতে।


প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে ২০০৬ সাল থেকে গুলশানের ‘মিউজিক প্ল্যানেট’-এ আগ্রহীদের নিয়মিত গিটার শিখিয়ে আসছেন বেশ ধৈর্য্য নিয়ে। লাবু রহমানের এই গিটার শেখানোর আগ্রহকে শ্রদ্ধা জানিয়ে বুসন্ধরার ‘আনন্দলোক’ কর্তৃপক্ষও আগ্রহ প্রকাশ করে গত প্রায় দু’বছর ধরে আগ্রহীদের গিটার শিখাচ্ছেন তাকে দিয়েই।


রাজধানীর জোনাকী সিনেমা হলে দেশ স্বাধীনের পরপরই পপ শো’ হতো। সেখানে সেণ্ডার গিটার হাতে দেখেছিলেন ফজলে রবকে। তখন থেকেই গিটারের প্রতি লাবু রহমানের অদম্য ভালোবাসা জন্মায়। তার বড় বড় ভাই ডা. শাজাহানের গিটার ছিলো। তাই বাসায় ফিরে সেই গিটার হাতে নিয়ে চেষ্টা করেন বাজাতে। সেই যে শুরু হলো গিটারের সাথে সখ্যতা, তা এখনো আছে।


১৯৭৭ সালে পপ সম্রাট আজম খানের ব্যান্ড দল ‘উচ্চারণ’ এ বাজাতে শুরু করেন। তারসঙ্গে টানা দু’বছর বাজান লাবু। সেখানে থাকাবস্থাতেই প্রফেশনালি গিটার বাজানো শুরু করেন লাবু। এরপর নারায়ণগঞ্জের পাগলা’তে অবস্থিত ম্যারি অ্যান্ডারসন’এ ব্যান্ড দল সিম্পনি’র হয়ে বেশ কয়েকবছর গিটার বাজালেন তিনি। পরবর্তীতে ঢাকা অর্কেষ্ট্রা’র হয়ে গিটার বাজানো শুরু করেন পুরো পেশাদারিত্ব নিয়ে। সেই সময় লাবু রহমানের এমন ব্যস্ততা ছিলো যে কখন রাত হলো, কখন সকাল হলো তার টেরই পেতেন না তিনি।


১৯৮৬ সালে সাফ গেমস’এ সমর দাসের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৭৭ সালে গঠিত ব্যান্ড দল ‘ফিডব্যাক’-এ ১৯৮৮ সালে যোগ দিলেন লাবু। সেই থেকে আজ পর্যন্ত লাবু রহমান নিজেকে ‘ফিডব্যাকের সাথে রেখেছেন। এই দলে যোগ দিয়ে রুমেলের গাওয়া ‘কেন খুলেছো তোমার জানালা’ গানটি লাবু রহমানের কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পায়।


লাবু রহমান ‘উচ্চারণ’-এ থাকার সময় তার লেখা এবং সুর করা ‘আমি যারে চাইরে সে থাকে মোর এই অন্তরে’ আজম খানের কণ্ঠে বেশ জনপ্রিয়তা পায়। লাবু রহমান নিজেও ‘ফিডব্যাকের হয়ে এই দলেরই বিভিন্ন অ্যালবামে গেয়েছেন ‘সময় হয়েছে তার ফিরে আসবার’, ‘একা কোথাও’সহ আরো বেশ কিছু গান। এছাড়া আলোড়ন সৃষ্টিকারী অ্যালবাম ‘আলোড়ন’সহ আরো বেশ কিছু মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন তিনি।


একজন গিটারিস্ট হিসেবে নিজের অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট? জবাবে লুৎফুল আহমেদ ওরফে লাবু রহমান বলেন, আমি একজন গিটারিস্ট হিসেবে ভীষণ সুখী মানুষ। আমি এদেশের এমন কোনো শিল্পী নেই যার গানে গিটার বাজাইনি, অবশ্য এই প্রজন্মের শিল্পী ছাড়া। একজন গিটারিস্ট হিসেবে সত্যিই আমি সন্তুষ্ট। কারণ আমি মনেপ্রাণে চেয়েছিলাম একজন গিটারিস্ট হতে, আমার সেই স্বপ্নপূরণ হয়েছে এবং সত্যিই সফল একজন মানুষ। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।


বিবার্তা/অভি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com