শিরোনাম
জাহিদ হাসানের নার্ভাস ব্রেক ডাউন
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৫:১২
জাহিদ হাসানের নার্ভাস ব্রেক ডাউন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের নাটক ‘নার্ভাস ব্রেক ডাউন’। সূর্যের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এর গল্পে দেখা যাবে, এককালের জমিদারের উত্তরসূরি এখলাস হোসেন একমাত্র পুত্র হাসনাতকে কঠিন নিয়মকানুন ও অনুশাসনের মধ্য দিয়ে বড় করেছেন।


বাবার আদেশ অনুযায়ী হাসনাতকে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতে হতো। এ কারণেই প্রতি পরীক্ষার দিন হাসনাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। এ নিয়মের মধ্যে হাসনাতের মধ্যে পরীক্ষা ভীতি তৈরি হয়; তৈরি হয় এক ধরনের নার্ভাস ব্রেক ড্রাউন।


বাবার মৃত্যুর খবরে ঢাকা থেকে হাসনাত গ্রামে আসে। মৃত বাবাকে ধরে কান্নাকাটির সময় বাবা উঠে বসেন। তিনি ছেলের বিয়ের আয়োজন করেন। রাতে সুযোগ বুঝে হাসনাত পালিয়ে যায়। ঘটনাক্রমে আশ্রয় নেয় একটি বাড়িতে। এভাবে এগিয়ে চলে নাটকের গল্প। নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন জাহিদ হাসান।


তিনি বলেন, ‘নাটকের গল্প প্রাসঙ্গিক। ঈদের জন্যই বিশেষভাবে নাটকটি তৈরি করেছি। আশা করি দর্শকদের পছন্দ হবে।’


এ নাটকে আরও অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আলীরাজ, রাশেদা চৌধুরী প্রমুখ। নাটকটি আজ রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com