শিরোনাম
দিন দিন আরো গ্ল্যামারাস হচ্ছেন তারা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৭:৩৮
দিন দিন আরো গ্ল্যামারাস হচ্ছেন তারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বয়স হলে নাকি চেহারায় তার ছাপ পড়ে। অথচ বছরের পর বছর সিলভার স্ক্রিনে কাজ করার পর অনেক তারকাই আছেন যাদের বয়স আরও কমছে। দিনে দিনে বাড়ছে গ্ল্যামার। টেলিভিশনের প্রথম দিনগুলোর সঙ্গে চেহারার মিল প্রায় নেই বললেই চলে। এক ধারাবাহিক থেকে আরেক ধারাবাহিকে আমূল পরিবর্তন ঘটেছে এই তারকাদের।


তাদের নিয়ে তৈরি হয়েছে এবারের প্রতিবেদন-


হিনা খান


২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যয়’ সিরিয়াল থেকে জনপ্রিয় হয়েছিলেন হিনা খান। অক্ষরার চরিত্রে অভিনয় করে একাধিক পুরস্কারও জিতেছিলেন হিনা। কিন্তু সেই সিরিয়ালের হিনার লুক পরবর্তী সময়ে অনেকটাই পাল্টে গেছে। পরে ‘বিগ বস’ হাউসেও ঝড় তুলেছিলেন এই অভিনেত্রী। ‘খতরো কে খিলাড়ি’ তেও দেখা গিয়েছিল হিনা খানকে।


অনিতা হসনন্দিনি


শুরুটা ২০০৭ ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ দিয়ে। তবে একতা কপূরের সিনেমা ‘কৃষ্ণা কটেজ’ও জনপ্রিয়তা দিয়েছিল অভিনেত্রী অনিতা হসনন্দিনিকে। পরে আরও নানান ভাষায় সিনেমা করেছেন। করেছেন একাধিক সিরিয়ালও। খুব সম্প্রতি ‘ইয়ে হ্যয় মহব্বতে’ সিরিয়ালটিতেও দেখা গিয়েছিল অনিতাকে। পরবর্তী কালে অনিতারও বিপুল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।


সুশান্ত সিংহ রাজপুত


২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালটি জনপ্রিয়তার শিখরে বসিয়েছিল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে। ডাক পেয়েছিলেন বড় পর্দায় অভিনয় করার। একাধিক সুপারহিট সিনেমাও দিয়েছেন বলিউডকে। সেই সুশান্তের চেহারাতেও কিন্তু পরবর্তী কালে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল।


প্রাচী দেশাই


টেলি সিরিয়ালের জগতে তার ডেবিউ হয়েছিল ২০০৬ সালে ‘কসম সে’ সিরিয়ালটি দিয়ে। পরে একাধিক হিন্দি সিনেমাতেও দেখা গিয়েছিল প্রাচী দেশাইকে। ফারহান আখতার থেকে ইমরান হাসমি অনেকের সঙ্গেই অভিনয় করেছিলেন প্রাচী। কিন্তু সেই প্রথম সিরিয়ালের প্রাচীর সঙ্গে আজকে সিনেমার প্রাচীকে চেনা দায়।


কারিশ্মা তন্না


এক দশকেরও বেশি ছোট পর্দায় কাজ করছেন করিশ্মা তন্না। দিন যত যাচ্ছে, ততই যেন অচেনা হয়ে যাচ্ছেন অভিনেত্রী। শুরুটা ডেলি সোপ দিয়ে হলেও পরবর্তীকালে বেশ কিছু সিনেমা করেছেন। একাধিক রিয়্যালিটি শো’তেও তাকে দেখা গিয়েছে। সম্প্রতি ‘সঞ্জু’ সিনেমাতেও দেখা গেছে কারিশ্মাকে।


মৌনী রায়


২০০৭ সালে ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ থেকে জনপ্রিয় হয়েছিলেন মৌনী রায়। তার পরে একের পর এক সিরিয়াল করে গিয়েছেন। সম্প্রতি অক্ষয় কুমারের ‘গোল্ড’ সিনেমাতে দেখা গেল তাকে। সময় যত যাচ্ছে, ততই যেন সুন্দরী হয়ে উঠছেন মৌনী। ১১ বছর আগের এই মৌনীকে এখন চেনাই দায়।


নিয়া শর্মা


সোশ্যাল মিডিয়াতে বোল্ড অবতারে প্রায়শই দেখা মেলে নিয়া শর্মার। এই নিয়া শর্মারই ডেলি সোপ ‘জামাই রাজা’ খুবই পপুলার হয়েছিল। সেরা পঞ্চাশ ‘সেক্সিয়েস্ট এশিয়ান উইমেন’-এর তালিকায় দুই নম্বরে নিজের নামটি লিখিয়ে ফেলেছিলেন নিয়া। এই নিয়া কাজ করছেন বছর সাতেক। ২০১১ সালে ‘এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’ দিয়ে শুরু তার ক্যারিয়ার।


আমনা শরিফ


টেলিভিশনে একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেত্রী আমনা শরিফকে। ২০০৩ সালে ‘কহি তো হোগা’-তে রাজীব খান্ডেলওয়ালের সঙ্গে আমনার রসায়নও পছন্দ হয়েছিল দর্শকদের। ‘আলু চাট’-সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন আমনা।


করণ সিংহ গ্রোভার


২০০৬ সালে ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে তার অভিনয় জীবনের শুরু। তবে জনপ্রিয়তা এসেছিল ‘দিল মিল গ্যায়ে’ থেকে। পরে একাধিক ধারাবাহিকেও দেখা গিয়েছিল কর্ণ সিংহ গ্রোভারকে। ‘অ্যালোন’, ‘হেট স্টোরি থ্রি’ ইত্যাদি সিনেমাতেও অভিনয় করেছেন। যত দিন যাচ্ছে কর্ণ যেন আরও হ্যান্ডসাম হয়ে উঠছেন।


জেনিফার উইঞ্জেটে


২০০৬ সালে ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে কেরিয়ার শুরু করেন জেনিফার উইঞ্জেটে। পরে ‘দিল মিল গ্যায়ে’-তেও দেখা গিয়েছিল তাকে। করেছেন আরও বেশ কিছু সিরিয়াল। কিন্তু এক যুগ আগের এই জেনিফার যেন নিজের বয়সটা আটকে রেখে দিয়েছেন।


কর্ণ কুন্দ্রা


২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ দিয়ে ক্যারিয়ার শুরু কর্ণ কুন্দ্রার। কখনও ডেলি সোপ তো কখনও আবার রিয়্যালিটি শো। সিনেমাও করেছেন কর্ণ। এই কর্ণেরও লুক থেকে বডি সব কিছুতেই এসেছে বেশ কিছু পরিবর্তন। সূত্র : আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com