শিরোনাম
এজাজ মুন্নার ঈদ ধারাবাহিকে উর্মিলা, মিশু ও জোভান
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ০১:৩০
এজাজ মুন্নার ঈদ ধারাবাহিকে উর্মিলা, মিশু ও জোভান
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

উর্মিলা শ্রাবন্তী কর, মিশু সাব্বির ও জোভান একসঙ্গে আগামী ঈদের জন্য একই ধারাবাহিকে অভিনয় করছেন। এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় ‘আমি এমন তুমি কেমন’ ধারাবাহিকে অভিনয় করেছেন তারা। এরইমধ্যে রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে। আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য এজাজ মুন্না নির্মাণ করেছেন সাত পর্বের এই ঈদ ধারাবাহিকটি।


যেখানে সাত পর্বের ধারাবাহিক নির্মাণ করতে এখন সাধারণ নির্মাতারা মাত্র তিনদিন সময় নিয়ে থাকেন, সেখানে এজাজ মুন্না সাত দিন সময় নিয়ে অনেক যত্ন নিয়ে সাত পর্বের ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন। প্রতি পর্বে বিশ মিনিট হিসেবে সাত পর্বের এই ধারাবাহিকের মোট সময় হয় ১৪০ মিনিট। ১৪০ মিনিটের এই ধারাবাহিকে একসঙ্গে উর্মিলা, মিশু ও জোভান অভিনয় করেছেন যথাক্রমে সায়রা, জুহায়ের, সাজিন সাফরান চরিত্রে। এবারের ঈদে তাদের তিনজনের এটিই একমাত্র ঈদ ধারাবাহিক নাটক।


উর্মিলা বলেন,‘এর আগে মুন্না ভাইয়ার নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তিনি নিজেই নাটক রচনা করেন এবং নিজের রচিত নাটক নিজেই নির্দেশনা দেন। যে কারণে নির্মাণের সময় তিনি অনেক মনোযোগ দিয়ে যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আর এ জন্য নাটক প্রচারের সময়ও বেশ সাড়া পাই। যথারীতি এই নাটকটিও মুন্না ভাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছেন। তাই আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’



মিশু সাব্বির বলেন, ‘গল্পটা সুন্দর। অনেক ঈদ ধারাবাহিকের গল্প ঝুলে যায়, দর্শকের ভালোলাগেনা। কিন্তু মুন্না ভাইয়ের এই ধারাবাহিকের ক্ষেত্রে তা হবেনা। দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন, এটা আমি নিশ্চিত বলতে পারি।


জোভান বলেন, ‘মুন্না ভাইয়ের নির্দেশনায় এর আগে আমার কাজ করার সুযোগ হয়নি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করছি। ইচ্ছে ছিলো তার নির্দেশনায় কাজ করার। এবার সাবালোভায় কাজ করার মধ্যদিয়ে সেই ইচ্ছে পূরণ হলো। আমি কাজটি করতে পেরে ভীষণ আনন্দিত। মুন্না ভাই সত্যিই অনেক গুনী একজন নির্মাতা।’


এজাজ মুন্না জানান আগামী ঈদের দিন থেকে টানান সাতদিন প্রতিদিন রাত ৯.৪০ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com