শিরোনাম
রাজনীতিতে রীতেশ দেশমুখ!
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৫:৫৯
রাজনীতিতে রীতেশ দেশমুখ!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিতেশ দেশমুখ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং স্থপতি। প্রয়াত রাজনীতিবীদ বিলাসরাও দেশমুখ এবং বৈশালী দেশমুখ-এর পুত্র তিনি।


বিলাস রাও দেশমুখ নাম বললে এখনও মহারাষ্ট্রের বাসিন্দারা স্মৃতিচারণায় মেতে ওঠেন। পরপর দুই বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। কংগ্রেসের জনপ্রিয় নেতা তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও।


বাবার সেই পথ কখনও অনুসরণ করেননি রীতেশ দেশমুখ। বরং গ্ল্যামার জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কেবল হিন্দি সিনেমাই নয়, মারাঠি সিনেমাতেও নিজের প্রভাব বিস্তার করেছেন রীতেশ। এবার পারিবারিক ঐতিহ্য মেনে রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিনেতা।


অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়। এখনও সংসদে বিরাজমান জয়া বচ্চন, হেমা মালিনী, পরেশ রাওয়াল, শত্রুঘ্ন সিনহারা। জনস্বার্থে কাজ করার পাশাপাশি অভিনয়ও দিব্যি চালিয়ে যাচ্ছেন তারা। তবে রীতেশের রাজনীতির ময়দানে আসার খবর মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তার পরিবার মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। এতদিন বাবার বিলাস রাও দেশমুখের ফেলে যাওয়া কাজের দায়িত্ব সামলেছিলেন বড়ছেলে অমিত দেশমুখ। এবার ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান রীতেশও। লাতুরের প্রতি আলাদা আনুগত্য রয়েছে দেশমুখ পরিবারের।


শোনা যাচ্ছে, সেখান থেকেই ২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন রীতেশ।


উল্লেখ্য, হিন্দি সিনেমার থেকেও মারাঠি সিনেমায় বেশি সম্মান কুড়িয়েছেন রীতেশ। মহারাষ্ট্রের বাসিন্দারাও তাকে ঘরের ছেলেই মনে করেন। সেক্ষেত্রে যদি কংগ্রেসের হয়ে রীতেশ লোকসভায় লড়েন, তা বিরোধী দলের বাড়তি লাভ হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র : সংবাদ প্রতিদিন


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com