শিরোনাম
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চল যাই’
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৭:০৬
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চল যাই’
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। দিবসটি উপলক্ষে আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’। এমনটিই জানালেন ছবির পরিচালক মাসুমা রহমান তানি।


এ প্রসঙ্গে তিনি বলেন, মহান এই ব্যক্তির একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এ ছবিতে আনিসুর রহমান মিলন ও একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন। ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন খালিদ মাহবুব তূর্য্য।


ছবির মূল অভিনেতা মিলন জানান, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিতে আমার চরিত্রটি দর্শককে ভাবাবে।


‘চল যাই’ ছবিতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।


বিবার্তা/অভি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com