শিরোনাম
‘আইফা’ অ্যাওয়ার্ড পেলেন যারা
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ২২:৪৬
‘আইফা’ অ্যাওয়ার্ড পেলেন যারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘আইফা।’ এ বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় ‘আইফা’র ১৯তম আসর। ২২ জুন থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটির পর্দা নামে ২৪ জুন।


দুই দিন ধরে আইফা’র মঞ্চ মাতিয়েছেন উর্বশি রৌতেলা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, করণ জোহর, কার্তিক আরিয়ান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, লুলিয়া ভান্তুর, কৃতি শ্যাননদের মত বলিউড তারকারা।


এবারের ‘আইফা’য় চলচ্চিত্রের মোট ১৯টি বিভাগে মনোনয়ন দেয়া হয়। শ্রেষ্ঠ অভিনেতা থেকে অভিনেত্রী, বছরের সেরা সিনেমাকে সম্মান জানিয়েছে ব্যাংককে আইফার মঞ্চ। দেখা যাক কাদের হাতে উঠেছে শ্রেষ্ঠত্বের শিরোপা।


সেরা ছবি - তুমহারি সুলু


সেরা পরিচালক - হিন্দি মিডিয়াম


সেরা গল্প - অমিত ভি মাসুরকার


সেরা অভিনেতা - ইরফান খান (হিন্দি মিডিয়াম)


সেরা অভিনেত্রী - শ্রীদেবী (মম), তার হয়ে পুরস্কার গ্রহণ করেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।


সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে )- মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)


সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্রে) - নওয়াজ উদ্দিন সিদ্দিকি


সেরা গায়ক - অরিজিত্‍ সিং (জব হ্যারি মেট সেজল)


সেরা নেপথ্য গায়িকা - মেঘনা মিশ্র (সিক্রেট সুপারস্টার)


সেরা গীতিকার - মনোজ মুন্তাশির (বাদশাহো)


সেরা সঙ্গীত পরিচালক - তানিষ্ক বাগচি, আমাল মালিক, অখিল সচদেবা (বদরিনাথ কি দুলহানিয়া)


সেরা ডেব্যু পরিচালক - কঙ্গনা সেন শর্মা (ডেথ ইন গুঞ্জ)


`আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট` পুরস্কার - অনুপম খের


সেরা স্টাইল আইকন - কৃতী শ্যানন


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com