শিরোনাম
‘আর পাঁচটা মানুষের মতোই তো আমরা’
প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১৩:২৫
‘আর পাঁচটা মানুষের মতোই তো আমরা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টালিউডের জনপ্রিয় সিনেমা ‘বোঝে না সে বোঝে না’। ২০১২ সালে মুক্তি পায় এটি। মিমি চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেন টালিউডের গুণী নির্মাতা রাজ চক্রবর্তী। এ সিনেমা করতে গিয়েই মিমি ও রাজের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটে।


গত ১১ মে বিয়েরে বন্ধনে আবদ্ধ হলেন রাজ-শুভশ্রী। তবে তাদের বিয়েতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। এ নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম নানারকম মুখরোচক খবর প্রকাশ করে।


বিষয়টি নিয়ে এতদিন সংবাদমাধ্যমে কথা বলেননি মিমি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় জানতে চাওয়া হয়- একদিকে রাজ-শুভশ্রীর বিয়ে অন্যদিকে ‘মিমির প্রেম’ বিষয়টি সামলালেন কীভাবে? জবাবে মিমি চক্রবর্তী বলেন, ‘আমি না ক্লান্ত! যারা আমার প্রেম, বিয়ে নিয়ে বানিয়ে মিথ্যা লিখল, তাদের কাছে আমার প্রশ্ন- তাদের বাড়িতে কি মা-বাবা নেই? রোজ সকালে কাগজের পাতায় যা সব লেখা হচ্ছিল সেগুলো দিনের পর দিন আমার মা-বাবাকে পড়তে হয়েছে! এত্ত এত্ত ফেক নিউজ।’


তাহলে রাজ-শুভশ্রীর বিয়েতে গেলেন না কেন? জবাবে মিমি বলেন, ‘আরে টুইট করে উইশ করেছি। ফিরতি টুইটে শুভশ্রী ধন্যবাদ জানিয়েছে। দেখুন আর পাঁচটা মানুষের মতোই তো আমরা। কিন্তু মিডিয়া এমন করে যেন, অভিনেত্রী ছাড়া অন্য কোনো মানুষের সম্পর্কে টানাপোড়েন চলে না।’


যদি কখনো এমন হয় রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমায় মিমি ও শুভশ্রীকে অভিনয় করতে হবে। তখন আপনি সিনেমাটি করতে রাজি হবেন? জবাবে মিমি বলেন, ‘কী জানি, করতেও পারি।’


প্রসঙ্গত, রাজের জীবনে মিমির আগমনে প্রস্থান ঘটে অভিনেত্রী পায়েল সরকারের। তারপর থেকেই রাজ-মিমির প্রেমের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত খবর ছিল। ২০১৬ সালের মাঝামাঝি সময় খবর চাউর হয় আলোচিত এ প্রেমিক জুটির বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ বিষয়টি স্বীকারও করেন তারা।


মিমির সঙ্গে সম্পর্কের শেষ হতেই শুরু হয় রাজ-শুভশ্রী অধ্যায়। ‘অভিমান’ সিনেমার শুটিং সেটে নাকি রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। সর্বশেষ গত ৬ মার্চ বাগদান সারেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com