শিরোনাম
বাহুবলীর তারকারা বাস্তবে দেখতে কেমন?
প্রকাশ : ০২ জুন ২০১৮, ১৭:৫৭
বাহুবলীর তারকারা বাস্তবে দেখতে কেমন?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র সিরিজ বাহুবলী। দু’টি সফল ছবির পর মুক্তির অপেক্ষায় রয়েছে সিরিজটির তৃতীয় ছবি ‘বাহুবলী ৩’। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। পুরো বিশ্বেই আলোড়ন সৃষ্টি করে ‘বাহুবলী’ সিরিজ। এই সিনেমার শুটিং স্পট ছিল দুর্দান্ত। নজরকাড়া কারুকার্যে সিনেমার দৃশ্যগুলো উপস্থাপন করা হয়।


ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ছবিটি। পৌরাণিক কাহিনী নিয়ে গড়া ‘বাহুবলী’র অভিনয়শিল্পীদের সাজ-সজ্জাতে ছিল প্রাচীন ছাপ। বাহুবলী, কাটাপ্পা, কালকেয়া, অবন্তিকা, শিবগামি দেবী-এই চরিত্রগুলো অনেকেরেই পরিচিত।


কিন্তু যারা চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন বাস্তবে তারা দেখতে কেমন? চলুন দেখা যাক-



প্রভাস


এ পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা ছবি ‘বাহুবলী’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে বলিউডের ‘সাহ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে তার লুক ‘বাহুবলী’র সম্পূর্ণ ব্যতিক্রম।


রানা দাগুবতী


‘বাহুবলী’তে বল্লালদেবের চরিত্রে তার অভিনয় ও লুক দু’টোই বেশ প্রশংসিত হয়েছিল।


প্রভাকর


বাহুবলী-তে তিনি ‘কালকেয়া’র চরিত্রে অভিনয় করেছেন। শুধুমাত্র মেকআপ আর অভিনয়ের সাবলীলতায় আপাত নিরীহ চোখের এই মানুষটিকে ভয়ংকর রূপে দেখা গিয়েছিল।



আনুশকা শেঠি


রোম্যান্টিক চরিত্রেই বেশি অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু ‘বাহুবলী’তে দেবসেনা-র চরিত্রে কখনো রোম্যান্টিক, কখনো তরোয়াল হাতে শত্রুদের দমন করতে, এমনকি মায়ের ভূমিকায় দেখা গেছে এই অভিনেত্রীকে।



তামান্না ভাটিয়া


বলিউডের অনেক ছবিতেই দেখা গিয়েছে তাকে। কিন্তু ‘বাহুবলী’র অবন্তিকা চরিত্রটি অভিনয় জগতে তাকে একটা অন্য পরিচিতি দিয়েছে।



সত্যরাজ


‘চেন্নাই এক্সপ্রেসে’ তাকে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনের বাবার চরিত্রে। আর বাহুবলীতে ছিলেন কাটাপ্পার ভূমিকায়।


রাম্যা কৃষ্ণন


দক্ষিণী চলচ্চিত্রের অত্যন্ত গুণী অভিনেত্রী তিনি। বাহুবলীতে তিনিই মাহিস্মতী সাম্রাজ্যের শক্তিশালী রানি শিবগামি দেবী।



সুদীপ


দক্ষিণী ছবির বেশ পরিচিত মুখ সুদীপ। ‘বাহুবলী’ ছবিতে একজন পার্সি ব্যবসায়ীর চরিত্রে দেখা গেছে তাকে।


নাসের


বলিউডের অনেক ছবিতে দেখা গেছে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতাকে। সাধারণত ইতিবাচক চরিত্রেই অভিনয় করে থাকেন তিনি। কিন্তু ‘বাহুবলী’তে তাঁর নেতিবাচক চরিত্র বেশ প্রশংসিত হয়েছে। সূত্র: আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com