শিরোনাম
কুমার বিশ্বজিতের জন্মদিন আজ
প্রকাশ : ০১ জুন ২০১৮, ১৬:০৩
কুমার বিশ্বজিতের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আশির দশক থেকে এখনো একই রকম ভাবমূর্তি ধরে রেখেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। আজ ১ জুন তার জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্রগ্রামে জন্মগ্রহণ করেন চির সবুজ এই সঙ্গীতশিল্পী।


জন্মদিনে নন্দিত এই শিল্পীর প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।


ছোট বেলায় তথ্য প্রযুক্তির অপ্রতুলতায় গান শোনা বা শেখার সে রকম কোনো সুযোগ ছিল না কুমার বিশ্বজিতের। কিন্তু গানের প্রতি ছিল তার অগাধ টান। হিন্দু ধর্মালম্বী পরিবারে বেড়ে ওঠায় কীর্তন ও শ্যামা সংগীত শোনার সুযোগ ছিল। আর বিশ্ব সঙ্গীতের উৎস ছিল রেডিও। এভাবে গান শুনতে শুনতে একসময় শেখার প্রতিও আগ্রহ জন্মে কুমার বিশ্বজিতের। সঙ্গীতের ব্যাকরণ শিখতে তেজেন বাবু নামে এক সঙ্গীতজ্ঞের শরণাপন্ন হন তিনি। সেই থেকে শুরু তার সংগীতের পথচলা।


ধ্রুপদী, আধুনিক সমসাময়িক, লোকসঙ্গীত ও জীবনমুখী গান নিয়ে নানান পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন কুমার বিশ্বজিৎ। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ‘তুমি রোজ বিকেলে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘শিকারি’, ‘ও ডাক্তার’, ‘ইতিহাস’, ‘জ্বালাইয়া প্রেমের বাত্তি’, ‘অন্তর জ্বলে’, ‘একটা চাঁদ ছাড়া রাত’, ‘প্রেমের মানুষ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে কুমার বিশ্বজিতের।


সঙ্গীতাঙ্গনে তিরিশ বছরেরও বেশি সময় ধরে পদার্পণ করা এই শিল্পী পেয়েছেন অসংখ্য সন্মাননা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছেন সামনের দিকে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com