শিরোনাম
পাম ডি’ অর পেল জাপানের ‘শপলিফটারস’
প্রকাশ : ২০ মে ২০১৮, ০৯:১৮
পাম ডি’ অর পেল জাপানের ‘শপলিফটারস’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাম ডি’ অর পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা থেকে বর্ষীয়ান জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার এই ছবিটিই বেছে নেন বিচারকরা।


ফ্রান্সের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক জাঁকজমক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপনী অনুষ্ঠানে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা হয়।


ফ্রান্সের সাগর ঘেঁষা শহর কানের পালে দো ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে তারকাবহুল এই আয়োজন।


চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরের উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরি বোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট।


দোকানে দোকানে ছোটখাট চুরি করে সংসার চালানো এক ব্যক্তির বেঁচে থাকতে সংগ্রামরত একটি শিশুকে পেয়ে ঘরে নিয়ে তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র।


দ্য ইমেজ বুক’ ছবির জন্য বিশেষ স্বর্ণপাম ঘরে তোলেন কিংবদন্তি ফরাসি নির্মাতা জ্যঁ লুক গদার।


পুরস্কার অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় উৎসবের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা ট্যারি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিলড ডন কেয়োটি’।


গত ৮ মে থেকে ভূমধ্যসাগরের পাড়ে শুরু হয় ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com