শিরোনাম
ফোন কল কেলেঙ্কারিতে ফাঁসছেন কঙ্গনা
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৩:২১
ফোন কল কেলেঙ্কারিতে ফাঁসছেন কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফোন কল কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো কঙ্গনা রানাউতের। এর আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা শ্রফের নাম উঠে এসেছে এই কেলেঙ্কারিতে।


ওয়াকিবহাল মহলের মতে, শুধু কঙ্গনা বা আয়েশাই নয়, এই বিতর্কে আরও বলিউড সেলিব্রিটির নাম প্রকাশ্যে আসতে পারে। এই কেলেঙ্কারিতে নিজের নাম উঠে আসতেই মুখ খুলেছেন কঙ্গনা।


তিনি জানিয়েছেন, কোনও কিছু ভেবে নেওয়ার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত। কঙ্গনার সঙ্গে হৃতিক রোশনের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই কম জলঘোলা হয়নি বলিউডে। এবার ফোন কল কেলেঙ্কারিতে ফের এক বার উঠে এল তাদের নাম। কঙ্গনা কি হৃতিক রোশনের কল রেকর্ডিং কোনও ভাবে ফাঁস করে দিয়েছিলেন? প্রশ্নটা উঠছে, কারণ, এই কেলেঙ্কারির তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পেরেছেন, হৃতিক রোশনের নাম, মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির সঙ্গে শেয়ার করেছিলেন কঙ্গনা।


তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন, আইনি নোটিসের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সঙ্গে আমাদের সমস্ত ডিটেলসই শেয়ার করতে হয়। এখনও পর্যন্ত এই কেলেঙ্কারিতে ১২ জন অভিযুক্তকে গ্রেফতারর করেছে ঠাণের ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বেআইনি ভাবে ফোন কলের রেকর্ডিং বের করার অভিযোগে ওই আইনজীবীকে গ্রেফতার করেছিল ঠাণে পুলিশ। তার আগে প্রশান্ত পালেকর নামে এক বেসরকারি গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েন।


প্রশান্তকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে রিজওয়ানের নাম। পুলিশি জেরার মুখে পালেকর জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী অঞ্জলি সিদ্দিকির ফোন কলের রেকর্ড বের করে আনতে ওই আইনজীবীকে সাহায্য করেছিলেন তিনি। তদন্তে উঠে আসে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের নামও।


আয়েশার অভিযোগ, তার ব্যবসার অংশীদার সাহিল খান তার কাছ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই নিয়ে আইনি লড়াইও চলছে তাদের মধ্যে। আইনজীবী রিজওয়ান সিদ্দিকির কাছেও সাহিল খানের সঙ্গে তার কথোপকথনের রেকর্ড ফাঁস করেছিলেন আয়েষা। এমনটাই দাবি ঠাণের তদন্তকারী আধিকারিকদের।


বিবার্তা/অভি/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com