শিরোনাম
গায়ক দালের মেহেদির জেল
প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৩
গায়ক দালের মেহেদির জেল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলেন পাঞ্জাবি গায়ক দালের মেহেদি। গত শুক্রবার ২০০৩ সালের মামলায় ২ বছরের সাজা ঘোষণা করল পাতিয়ালা আদালত। আদালতের নির্দেশ পাওয়ার পরই দালের মেহেন্দীকে পাঞ্জাব পুলিশের হেফাজতে নেওয়া হয়।


জানা গেছে, তাকে এখন হাজতে রাখা হয়েছে। শিগগিরই কারাগারে পাঠানো হবে।


২০০৩ সালে পাঞ্জাব বলবেহরা গ্রামের জনৈক বকশিস সিংহের লিখিত অভিযোগের ভিত্তিতে দালের, তার ভাই শামসের এবং তাদের কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৭ সালের অক্টোবরে মারা যান শামসের।


তিনি দালের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছেন। দালের মেহেন্দির ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে তার থেকে লক্ষাধিক টাকা মেহেদি ভাইরা নিয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ জমা হওয়ার পর মেহেদি ভাইদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আরও জমা হতে থাকে।


২০০৬ সালে পুলিশ দালের মেহেদি নির্দোষ, এই মর্মে আদালতে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়। কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে গায়কের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেয় আদালত। সূত্র-আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com