শিরোনাম
অস্কার প্রধান বেইলির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৬:৫১
অস্কার প্রধান বেইলির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

যৌন হয়রানি এখন এক সাধারন অভিযোগ হয়ে দাড়িয়েছে। এবার অস্কার প্রধান জন বেইলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। হলিউড ট্রেড পাবলিকেশনসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী বেইলির বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে।


ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, অস্কার একাডেমি গত বুধবার বেইলির বিরুদ্ধে তিনটি অভিযোগ পেয়েছে। এবং অবিলম্বে অভিযোগগুলো খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


অভিযোগ পর্যালোচনার বিষয়টি নিশ্চিত করেছে একাডেমি। কিন্তু এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি। তবে ৭৫ বছর বয়সী বেইলি এখনও এ প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করেননি।


প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি আট হাজারের বেশি সদস্যকে সতর্ক করে দিয়েছিলো। গত বছরের অক্টোবরে প্রযোজক হার্ভে ওয়েইনস্টাইন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটি তকে বহিষ্কার করেছিল।


উল্লেখ্য, সিনেমাটোগ্রাফার জন বেইলি গত বছর থেকে একাডেমির মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নেতৃত্ব দিচ্ছেন। আমেরিকান গিগোলো, দ্য বিগ চিল এবং গ্রাউন্ডোগ দিবস চলচ্চিত্র কর্মের সঙ্গে অন্তর্ভুক্ত বেইলি ২০১৫ সালে আমেরিকান সোসাইটি অফ সিনেমাস্ট্রফার্স লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সূত্র: বিবিসি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com