শিরোনাম
নায়ক রাজকে নিয়ে গান গাইলেন সুমন কল্যাণ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:০৫
নায়ক রাজকে নিয়ে গান গাইলেন সুমন কল্যাণ
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাককে নিয়ে গান গাইলেন সুরকার, সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ।


আবু সায়েম চৌধুরীর লেখা ‘তুমি যে সূর্য তুমি যে আলো আঁধারের মাঝে নিজেকে জ্বালো, কালের যাত্রি তুমি, তোমার নেই যে শেষ, তুমি যে নায়ক রাজ কোটি প্রাণের রেশ’ গানটির সুর সঙ্গীতায়োজন করার পাশাপাশি নিজেই গানটিতে কন্ঠ দিলেন।


নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন ২৩ জানুয়ারি, মঙ্গলবার। জন্মদিনে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে গানটি বাজারে আনছে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।


গানটির গীতিকার আবু সায়েম চৌধুরী নায়ক রাজ রাজ্জাকের একজন ভক্ত। তিনি গানটি লিখে সুমনের সঙ্গে যোগাযোগ করেন। সুমন যোগাযোগ করেন লেজার ভিশনের চেয়ারম্যান একে এম আরিফুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামের সঙ্গে। গানটি নিয়ে পরিকল্পনার কথা দু’জনকে জানালে তারা দু’জনই গানটির প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।


আরিফুর রহমান বলেন, নায়ক রাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের গর্ব, তার সাফল্য গাঁথা নায়ক জীবন ছাড়া আমাদের চলচ্চিত্রের ইতিহাস কল্পনাই করা যায় না। এমন একজন মহান নায়ককে নিয়ে একটি গান প্রকাশ করতে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। তার জন্মদিনে একটি গান প্রকাশের মধ্যদিয়ে জন্মদিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা।


মাজহারুল ইসলাম বলেন, নায়ক রাজ রাজ্জাক আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি এমনই একজন নায়ক যে আমি বিশ্বাস করি তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগের পর যুগ। আমাদের এই গানে নতুন করে তাকে খুঁজে পাবার চেষ্টা মাত্র।


সুমন কল্যাণ


সুমন বলেন, সেই ছোট্ট বেলায় মা-বাবার সঙ্গে চট্টগ্রামের জলসা সিনেমা হলে নায়ক রাজ রাজ্জাক অভিনীত আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘন্টা’ চলচ্চিত্রটি দেখেছি। সেই থেকে নায়ক রাজ আমার প্রিয় নায়ক। তিনি নেই, কিন্তু তিনি আছেন আমাদের হৃদয়ে শ্রদ্ধার আসনে। তাকে নিয়ে একটি গান করতে পেরেছি, এটা আমার জন্য অনেক ভালো লাগার। লেজার ভিশন আমার এই চেষ্টায় পাশে থেকেছে, তাই তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা সবসময়ই আমার পাশে এভাবে থাকেন।


লেজার ভিশন কর্তৃপক্ষ থেকে জানা যায়, গানটি সোমবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। উল্লেখ্য, গেলো ২১ আগস্ট নায়ক রাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন।


বিবার্তা/অভি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com