শিরোনাম
রোহিঙ্গাদের দক্ষিণ কোরীয় অভিনেত্রীর এক কোটি ওন দান
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭
রোহিঙ্গাদের দক্ষিণ কোরীয় অভিনেত্রীর এক কোটি ওন দান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, গণধর্ষণ ও নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় এক কোটি ওন দান করলেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী লি হানি। দক্ষিণ কোরীয় মুদ্রা এক কোটি ওন সমান ৯ হাজার ৩ শত ৯৮ মার্কিন ডলার। আর এই বিরাট অঙ্কের অর্থটি তিনি তুলে দিয়েছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের হাতে।


সেদেশের অনলাইন সংবাদ মাধ্যম চোসান এ খবরটি নিশ্চিত করে। চোসানের ওই প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী লি হানি ২০১৫ সাল থেকেই নারী ও শিশুদের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় অর্থ দান করে আসছেন।


আর্ত মানবতার সেবায় দেয়া এই অর্থ শরণার্থী রোহিঙ্গাদের আলোকিত করার কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে অক্সফাম। জানা গেছে, অদূর ভবিষ্যতে আরো বড় অঙ্কের অর্থ সহায়তার কথা ভাবছেন 'গেট ইট বিউটি' শো খ্যাত এই তারকা।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com