পঞ্চকবির গানে বর্ষবরণ করবে চ্যানেল আই
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৩০
পঞ্চকবির গানে বর্ষবরণ করবে চ্যানেল আই
বিনোদান ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার ভিন্ন আঙ্গিকে বর্ষবরণ ১৪৩২ উদ্‌যাপন করবে ইস্পাহানি চ্যানেল আই-সুরের ধারা। এবারের ভেন্যু থাকছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর। পরিবেশনায় থাকছে পঞ্চকবির গানসহ নানা আয়োজন।


সোমবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে এ আয়োজন।


অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল। বর্ষবরণের শেষ সময়ের মহড়া চলছে লালমাটিয়ায় সুরের ধারার কার্যালয়ে। বর্ষবিদায়ের অনুষ্ঠানে সুরের ধারা দেশের গান পরিবেশন করবে এবং বর্ষবরণ সকালে পরিবেশিত হবে পঞ্চকবির গান ও লোকসংগীত। এ আয়োজনে প্রায় তিন শতাধিক শিল্পী মঞ্চে থাকবে।


এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব রকম সহযোগিতা করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com