জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। এ ছবিতে নজরুলের স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে বিষয়টি নিয়ে ঝেড়ে কাশেননি স্পর্শিয়া। খবরটি নিশ্চিত করেছেন মাত্র।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’
ছবিতে প্রমীলা দেবীর চরিত্রে যুক্ত হয়েছেন প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা। নামভূমিকায় অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল। তার কথায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।
‘কাজী নজরুল ইসলাম’ নামের এই ছবির পরিচালক আবদুল আলিম। এই সিনেমা দিয়েই নির্মাণে অভিষেক হচ্ছে তার। ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার এবং চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]