
ঈদুল ফিতরের মতো কোরবানির ঈদেও মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্তরা ভেবেছিলেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে এই ঈদও।
কিন্তু তাদের সেই জল্পনায় ভাটা পড়ে গেল। কারণ, একে একে মুক্তির দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে সিনেমাগুলো।
শুরুতে ঈদের দৌড় থেকে সরে দাঁড়ায় শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘কবি’। এরপরই জানা যায়, আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার—কর্মফল’-ও আসবে না ঈদুল আজহায়।
গত পরশু জানা গেল, পিছিয়ে যাচ্ছে সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার মুক্তিও। তবে ঈদে আরিফিন শুভর ‘নীলচক্র’ মুক্তি পাবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
এদিকে শাকিব খানের ‘তুফান’-এর টিজার ও গান মুক্তির পর বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। অনেকে ভাবছেন, এই ছবির কারণেই অন্যরা ঈদে সিনেমা মুক্তির দৌড়ে সরে পড়ছেন।
তবে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামিন হক ববি।
এ প্রসঙ্গে পলাশ বলেন, সাত মাস আগেই সিনেমার সেন্সর ছাড়পত্র পেয়েছি আমরা। ঈদের দৌড়ে যে সিনেমাগুলো আছে, বেশির ভাগের তো শুটিংই সম্পন্ন হয়নি। দুই মাস আগেই ঈদে মুক্তির ঘোষণা দিয়েছি। সেভাবেই সিনেমার প্রচারণাও শুরু করেছি।
তিনি আরও বলেন, এই সপ্তাহে নতুন গান প্রকাশিত হবে। সামনের সপ্তাহে আসবে ট্রেলার। আমরা হল মালিকদের সঙ্গেও আলোচনা করছি। দর্শকরা ঈদে সিনেমাটি দেখতে পারবেন বলে কথা দিলাম।
প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববি ছাড়াও আরও অভিনয় করেছেন— সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। ইতোমধ্যে প্রযোজক সমিতিতেও নিবন্ধন করা হয়েছে সিনেমাটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]