উরফি ভক্তরা এবার পেলেন নতুন চমক!
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১৬:০৮
উরফি ভক্তরা এবার পেলেন নতুন চমক!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

উরফি জাভেদ বরাবরই সংবাদের শিরোনামে থাকেন। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই থাকেন চর্চায়। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি।


কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। তার পোশাক থেকে বাদ যায় না অনেক বস্তু, পণ্যও।


আবার, তিনি সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি পোস্ট করলেই হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা।


তবে এবার যেন উরফি ভক্তদের একটু চমকে যেতে হলো। ঘুম থেকে উঠেই মেকআপ ছাড়া কিছু ছবি তুলেছেন তিনি। যেখানে চোখ-মুখ-ঠোঁট ফোলা, লাল অবস্থায় দেখা মেলেছে মডেলের।


ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ কী হলো এই ইন্টারনেট সেনসেশনের? যেই প্রশ্নের উত্তর উরফি নিজেই জানিয়েছেন।


অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি। অনেকে ভাবছেন মুখে ফিলার করিয়েছি। তবে এটি সত্য নয়। আমার অ্যালার্জি আছে, যে কারণে মুখ বেশিরভাগ সময় ফুলে থাকে। দু'দিন অন্তর ঘুম থেকে উঠে দেখি মুখ ফুলে আছে। এজন্যেই আমি সব সময় চরম অস্বস্তিতে থাকি।’


উরফি আরও লেখেন, ‘এটা ফিলার না বন্ধুরা, এটা অ্যালার্জি। আমার ইমিউনোথেরাপি চলছে, কিন্তু এরপর যদি আমার মুখ ফোলা দেখেন, জানবেন যে আমি সেই খারাপ অ্যালার্জি দিনের মধ্যে দিয়ে যাচ্ছি।’


এই মডেল বলেন, ‘আমি আমার স্বাভাবিক ফিলার এবং বোটক্স ছাড়া আর কিছুই করতে পারিনি। এটা ১৮ বছর বয়স থেকে করে আসছি। আমার মুখ ফোলা দেখলে, আর ফিলার না করার পরামর্শ দেবেন না দয়া করে। শুধু সহানুভূতিই যথেষ্ট।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com