আবারও স্পোর্টস ড্রামায় অজয় দেবগন
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১৬:৪১
আবারও স্পোর্টস ড্রামায় অজয় দেবগন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘ময়দান’ ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় দর্শকদের মাঝে নজর কেড়েছিলেন অজয় দেবগন। এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে এ অভিনেতাকে।


তবে এবার ফুটবলের ময়দান থেকে বাইশ গজ বিষয়ক ছবিতে থাকছেন তিনি। অজয়কে দেখা যাবে দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর ভূমিকায়।


চলচ্চিত্র প্রযোজক প্রীতি সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা খুব শীঘ্রই পালওয়াঙ্কর বালুর জীবনের উপর ভিত্তি করে একটি অন্যরকম সিনেমা তৈরি করতে চলেছি। যেখানে ওর ক্রিকেট জীবন সম্পর্কে দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন।’


তিনি জানান, এই ছবি নিছক খেলার ইতিহাসই শুধু নয়, তার চেয়েও বেশি কিছু তুলে ধরা হবে। পালওয়াঙ্কর বালুর বর্ণবৈষম্যের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের ইতিহাস উঠে আসবে এই ছবির মাধ্যমে। যা দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী এ চলচ্চিত্র প্রযোজক।


প্রসঙ্গত, অজয় দেবগনের ‘ময়দান’ ও ছিল ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনের উপর ভিত্তি করে একটি বায়োপিক। যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এবার এই স্পোর্টস ড্রামা কতটা মন জয় করে দর্শকের এখন সেটাই দেখার বিষয়।


চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ রচিত ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটিকে অবলম্বন করেই তৈরি হবে পালওয়াঙ্কার বালুর বায়োপিক।


দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পুণেতে মাঠকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পালওয়াঙ্কার । তবে পরে ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলেন। ক্রিকেট ক্যারিয়ার শুরু করার আগে তাকে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সংগ্রামের কাহিনি এই ছবিতে ফুটিয়ে তুলবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com