শিরোনাম
শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত পণ্ডিত ভবানী শঙ্কর আর নেই
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪
শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত পণ্ডিত ভবানী শঙ্কর আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত পণ্ডিত ভবানী (৬৭) শঙ্কর মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।


এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপরই শ্বাস নিতে সমস্যা হয় তার। ওই দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু ধীরে ধীরে কিডনির মতো তার শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। এরপর তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়; সেখানেই মারা যান তিনি।


খ্যাতনামা শাস্ত্রীয়সংগীতশিল্পী সোমা ঘোষ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘‘ভবানী শঙ্করজি ‘পাখোয়াজ’-এর সমার্থক। ওস্তাদ বিসমিল্লাহ খানের খুব স্নেহের ছিলেন। আমি সৌভাগ্যবান যে, তার সঙ্গে কাজের সুযোগ হয়েছে। গত মাসেও ভবানীজির সঙ্গে দেখা করেছি। তারপরও কয়েকবার ফোনে কথা হয়েছে, আরেকটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার কথাও জানিয়েছিলেন তিনি।’’


পণ্ডিত ভবানী শঙ্কর ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই সুরের মাঝে বেড়ে ওঠেন তিনি। মাত্র আট বছর বয়স থেকে তবলা ও পাখোয়াজে তালিম নেওয়া শুরু করেন। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।


রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় মুম্বাই পশ্চিম বোরিভালিতে ভবানী শঙ্করের শেষকৃত্য সম্পন্ন হয়।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com