শিরোনাম
৫০০ কোটির রেকর্ডে ‘গ্যাংনাম স্টাইল’
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৩
৫০০ কোটির রেকর্ডে ‘গ্যাংনাম স্টাইল’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১২ সালের ১৫ জুলাই ইউটিউবে প্রকাশের পর দক্ষিণ কোরিয়া ছাপিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল ‘গ্যাংনাম স্টাইল’।


এই গানে কোরীয় গায়ক ও র‍্যাপার সাইয়ের অদ্ভুত নাচের ভঙ্গির কথা মনে আছে? সোয়া চার মিনিটের গানটির ভিডিওতে সাইয়ের অদ্ভুত নাচের ভঙ্গি আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের।


গানের ভিডিওটি দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকেরা। হু হু করে ‘গ্যাংনাম স্টাইল’–এর ভিউ বাড়ছিল। এবার ৫০০ কোটিবার ভিউয়ের রেকর্ড করেছে গানটি।


বিশ্বজুড়ে কে–পপকে জনপ্রিয় করে তোলার পেছনে গানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


প্রথম কোনো কে-পপ গান হিসেবে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল। গানটি ইউটিউবে প্রকাশের প্রথম কোনো ভিডিও হিসেব মাত্র ১৫০ দিনের ব্যবধানে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড করেছিল।


২০১৭ সালে বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গ্যাংনাম স্টাইল’ নিয়ে সাই বলেছিলেন, ‘আমি এখনো বুঝতে পারছি না গানটি কেন বিশেষ। এটা বুঝতে পারলে আবারও করতাম।’


গ্যাংনাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর। এই শহরের বাসিন্দাদের চাকচিক্যময় স্টাইলও হলো গ্যাংনাম স্টাইল।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com