টানা ৪ বছর সিনেমা থেকে বিরতি নেয়ার পর চলতি বছর বড় পর্দায় ৩টি সিনেমা নিয়ে হাজির হন বলিউড বাদশায় শাহরুখ খান। তিনি বছর শুরু করেন সুপারহিট পাঠান দিয়ে, এরপর জওয়ানে করেন বাজিমাত আর সর্বশেষ বড়দিনের ছুটিতে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই বছরের তৃতীয় ছবি 'ডানকি'। পাঠান, জওয়ানের মতো না হলেও বক্স অফিসে ভালোই ব্যবসা করছে ছবিটি। ৩০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মাধ্যমে এক বছরে ২৫০০ কোটি রুপির ব্যবসা করেছেন বলিউড বাদশাহ। এ নিয়ৈ এক বছরে কোনো ভারতীয় অভিনেতার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লেন তিনি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির সঙ্গে সঙ্গে কিং খানের দুর্ধর্ষ ২০২৩ সালটা শেষ হলো।
এবার সবাই মুখিয়ে আছে তিনি ২০২৪ সালে কী কী উপহার দেন, সেই দিকে। শোনা যাচ্ছে শাহরুখের নতুন সিনেমার খবর। অনেকেই বলছেন ২০২৪ এ শাহরুখ হাজির হচ্ছেন ধুম-৪ সিনেমা নিয়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহরুখের ধুম-৪ সিনেমায় অভিনয় নিয়ে চলছে জোর গুঞ্জন। শাহরুখ ভক্তরা দাবি করছেন, তাকে দেখা যাবে ধুম ৪ সিনেমাতে। বর্তমান সময়ে এক্সএ ট্রেন্ডিংয়ে আছে শাহরুখের ধুম-৪ সিনেমায় অভিনয়ের বিষয়টি।
অবশ্য অনেকে আবার বলছেন, দক্ষিণী অভিনেতা রাম চরণকে দেখা যেতে পারে ধুম-৪ সিনেমায়। তবে আরেক দলের দাবি করছে যশরাজ ফিল্মসের এই ছবিতে নাকি ইতিমধ্যে অভিনয়ে সম্মতি দিয়েছেণ শাহরুখ।
এর আগেও কয়েকবার শোনা গিয়েছে, সালমান খানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ধুম-৪। কিন্তু তার সত্যতা এখনও পাওয়া জায়নি। এবার দেখার বিষয় কে আসছে ধুম-৪ নিয়ে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]