শিরোনাম
বলিউড অভিষেকের আগেই নতুন সুখবর পেলেন জয়া
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪
বলিউড অভিষেকের আগেই নতুন সুখবর পেলেন জয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে জয়া আহসানের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’। যেটি নির্মাণ করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে বলিউডের তুখোড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করেছেন ঢাকার মেয়ে জয়া। মুক্তির প্রাক্কালে স্বাভাবিকভাবেই কৌতূহলে কাটছে অভিনেত্রীর সময়।


তবে ছবিটি মুক্তির আগমুহূর্তে মিলল নতুন সুখবরের আভাস। প্রায় দশ বছর পর ‘ডিয়ার মা’ নামে বাংলা ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘পিঙ্ক’ খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী। আর অনিরুদ্ধের নির্মাণে কাজ করতে চলেছেন জয়া আহসান। নির্মাতার নতুন বাংলা ছবিতে দেখা যেতে পারে দুই বাংলার দেবীকে। এমনটা নির্মাতা নিজেই জানালেন স্পষ্ট ভাষায়।


এতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। ছবিতে শাশ্বত এবং জয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে।


এ বিষয়ে কলকাতার গণমাধ্যমকে পরিচালক অনিরুদ্ধ বলেন, এটা অন্য ধরনের এক সম্পর্কের গল্প। আমার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না।


তিনি আরও বলেন, আমার ইচ্ছে শাশ্বত এবং জয়াকে নিয়ে ছবিটা করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।


সব কিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির শুটিং শুরু হবে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com