
গাজীপুর বাসন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলা আমলে নেওয়ার প্রয়োজনীয় উপাত্ত না থাকায় বিচারক তাদের এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ইশরাত হাসান।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন।
এ বছরের ১৭ মার্চ রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া এ মামলা করেন।
মামলার বলা হয়েছে, মাহি ও তার স্বামী রকিব সরকার পরস্পর পরস্পরের সহায়তায় নিজস্ব ফেসবুক আইডির মাধ্যমে লাইভ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন, বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২)/২৯/৩১(২)/৩৫ ধারার অপরাধ অপরাধের অভিযুক্ত হওয়ার এ মামলা দায়ের করা হয়েছিল।
তবে আইনে অভিযুক্ত আসামিদের মামলার কোন উপাত্ত না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এ মামলায় আরও ২৮জনকে আসামি করা হয়েছিল।
বিবার্তা/মাসুদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]