শিরোনাম
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তর্কে জড়ালেন তানজিন তিশা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২০:৪৪
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তর্কে জড়ালেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

তামিম নামে বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই আজকে আমি এখানে (ডিবি কার্যালয়) এসেছি।


২০ নভেম্বর, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান এ অভিনেত্রী। সন্ধ্যায় ডিবি কার্যালয়ে থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি।


এসময় ডিবি অফিসে আসার কারণ সম্পর্কে অভিনেত্রী তানজিন তিশা বলেন, আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা যখন বিপদে পড়ি, বিশেষত আমাদের অনেক তারকাই সাইবার বুলিং এবং হেরেজমেন্টের শিকার হয়ে এখানে আসেন। হারুন স্যারের হেল্প নিতে আসে, আমিও তার ব্যতিক্রম নই।


তিনি অভিযোগ করে বলেন, আজকে আমি আপনাদের জন্য তারকা, আপনারাও আমার জন্য। আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই। আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এজন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।


এসময় সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়া’ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, একজন স্পেসেফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি। সবাইকে বলিনি।


তিনি দাবি করেন, ওই সাংবাদিক (তামিম) তাকে এমন টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। তখন উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তিনি তর্কে জড়িয়ে যান।


এদিকে ক্ষমা চেয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ডিলিট করার কারণ সম্পর্কে তিশা বলেন, আমি যেটা নিয়ে লিখেছিলাম সেটা নিয়েও অনেক বুলিং হচ্ছিল। তখন আমার কাছে মনে হযেছে এই একট স্ট্যাটাসই আসরে এনাফ না।


এদিন বিকেল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিশা।


সম্প্রতি অভিনেত্রী তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন তিনি।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com