সন্তানের বাবার নাম জানালেন ঋতাভরী
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৬
সন্তানের বাবার নাম জানালেন ঋতাভরী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টলিউডের ‘মিষ্টি নায়িকা’ বলা হয় ঋতাভরী চক্রবর্তী চমকে দিলেন সবাইকে। ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎই ঋতাভরী চক্রবর্তীর পোস্ট। সামাজিক মাধ্যমে সুখবর দিলেন, মা হতে চলেছেন নায়িকা।


ফেসবুকে তিনি লেখেন, আমি এবং আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।


বছর দুয়েক আগেই ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী। সেসময় বিয়ে নিয়ে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন ঋতাভরী। কিন্তু কয়েকদিন বাদে নিজেই সবাইকে বিয়ের খবর জানান।


এর আগে ২০২১ সালে দুটো সার্জারির পর যখন অভিনেত্রী শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখনই পাশে পান তথাগতকে। যার সঙ্গে মিশে মনে হয়েছিল, তিনি কারও ওপর নির্ভর করতে পারেন। অসুস্থ থাকায় কফি বা মুভি ডেট হয়ে ওঠেনি। তবে ঋতাভরীর সঙ্গে দেখা করতে বাড়িতেই আসতেন তথাগত। আর ধীরে ধীরে সম্পর্কের ভিত আরও মজবুত হয়। এরপর করোনার মধ্যেই দুজনে বিয়ে করে নেন। পরবর্তীতে বিয়ের অনুষ্ঠান করবেন বললেও তা আর হয়নি।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com