
বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের সংসার। এবার সত্যি হতে যাচ্ছে সেই সংসার ভাঙার গুঞ্জন। জানা গেছে সোমবার (১৮ সেপ্টেম্বর) শরীফুল রাজকে তালাক নোটিশ পঠিয়েছেন পরীমনি।
পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ বিষয়ে আজ (২০ সেপ্টেম্বর) শরীফুল রাজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এ প্রসঙ্গে রাজ জানান, এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। এ বিষয়ে শরীফুল রাজ গণমাধ্যমকে আরও বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’ এ অভিনেতা আরও বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’
রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে তালাকনামায়- মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ-খবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেন পরীমণি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]