দীর্ঘ ২৭ বছর পর একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বাদশাহ ও ভাইজান। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ মুক্তির পর জুটি বেঁধে এক সিনেমায় এই দুই সুপারস্টারকে দেখার স্বপ্ন দেখছে ভক্তরা। গেল বছরের জুলাই মাসে বিনোদনভিত্তিক পোর্টাল পিংকভিলা জানিয়েছিল 'টাইগার ভার্সেস পাঠান' ছবিতে সালমান শাহরুখকে খুব শীঘ্রই একসাথে পর্দায় দেখা যাবে।
‘যশ রাজ ফিল্মস’র প্রধান আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এ কারণেই সিনেমাটি নিয়ে সবার তুমুল আগ্রহ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ ও সালমানকে ইতোমধ্যেই চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন আদিত্য চোপড়া এবং দুই তারকার সম্মতিও মিলে গেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় কাজ করতে মুখিয়ে রয়েছেন উভয় তারকা।
জানা গেছে, নভেম্বর মাসে দিওয়ালির পরেই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। পাঁচ মাসের লম্বা প্রস্তুতির পরেই মার্চ ২০২৪ সালে শুটিং ফ্লোরে যাবে এই সিনেমা। বিদেশের নানা ধরনের অদেখা, চোখ ধাঁধানো লোকেশন বাছাইয়ের কাজেও নজর রাখা হচ্ছে।
২০১২ সালে আসে সালমান-ক্যাটরিনা ‘এক থা টাইগার’। যা সুপার হিট। এরপর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-ও বড় সাফল্য পায় বক্স অফিসে। এবার চলতি বছরের নভেম্বরে আসছে ‘টাইগার থ্রি’। মাঝে স্পাই ইউনিভার্সে জোড়ে ‘ওয়ার’। যা মুক্তি পায় ২০১৯ সালে। এতে গুপ্তচর হিসেবে এন্ট্রি নেন হৃতিক রোশন। আর ২০২৩ সালে যশরাজের স্পাই ইউনিভার্সে জুড়ে যায় ‘পাঠান’ শাহরুখ খানের নাম। ১৯৯৫ সালের পর বড়পর্দায় সালমান শাহরুখের এ ছবি যে বক্স অফিসে হিট করবে তা আর বলতে বাকি রাখে না।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]