শিরোনাম
৬ দিনে ৬০০ কোটি জাওয়ানের পকেটে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০
৬ দিনে ৬০০ কোটি জাওয়ানের পকেটে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় উঠেছে ‘জওয়ান’ সিনেমার। মুক্তির দিনেই দেশের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করে খাতা খুলেছিল ‘জওয়ান’।


৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।


শাহরুখের ‘জওয়ান’ মুক্তির এক সপ্তাহ পূর্ণ হয়নি এখনো। এর আগেই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে সিনেমাটি। বিশ্ব জুড়ে প্রথম দিনে সেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছিল প্রায় ১২৫ কোটি টাকা। সপ্তাহান্তে সেই ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল ৫০০ কোটি টাকা। সপ্তাহের মাঝেও অব্যাহত সেই ধারা। ৩০০ কোটির ক্লাবে পা রেখে নতুন সপ্তাহ শুরু করেছিল ‘জওয়ান’। ছবি মুক্তির ষষ্ঠ দিনে ৬০০ কোটি ছাড়িয়ে গেল ‘জওয়ান’-এর ব্যবসার অঙ্ক।


হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’ সিনেমাই প্রথম চলচ্চিত্র, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। ভারতের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি সিনেমা ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে।


প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করা এই ছবি খুব শীঘ্রই আসবে ওটিটিতে। ২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিল ছবির স্বত্ব। প্রায় ২৫০ কোটি টাকায় বিক্রি হল ছবির স্বত্ব। কবে থেকে মুঠোফোনের পর্দায় দেখা যাবে এই ছবি, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।


বিবার্তা/পুলক/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com