শিরোনাম
‘শোলে’ সিনেমার সতিন্দর আর নেই
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২
‘শোলে’ সিনেমার সতিন্দর আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৮০’র দশকের বলিউড মাতানো অভিনেতা সতিন্দর কুমার খোসলা। ‍‍‘শোলে’ সিনেমা খ্যাত এই বর্ষীয়ান তারকা ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।


জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে বলিউড পাড়ায় শোকের ছায়া নেমেছে।


সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সতিন্দর। কৌতুকাভিনেতা হিসেবে নামডাক ছিল তার। ‘বীরবল’ হিসেবে মঞ্চে এবং রূপালি পর্দায় পরিচিত ছিলেন তিনি।


প্রয়াত অভিনেতা সতিন্দরের বন্ধু জুগনু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে মারা যান প্রবীণ এ অভিনেতা।


১৩ সেপ্টেম্বর, বুধবার মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সতিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) বা সিন্টা।


সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান সিন্টা কর্তৃপক্ষ। ১৯৩৮ সালের অক্টোবর মাসে পঞ্জাবের গুরদাসপুরের জন্ম সতিন্দরের। সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।


মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’এর মতো সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন। ১৯৭৫ সালে ‘শোলে’ সিনেমায় এক বন্দির চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন সতিন্দর। এর আগে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ সিনেমাতেও অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।


‘শোলে’ সিনেমার পরে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ সিনেমাতে কাজ করার সুযোগ হয় সতিন্দরের। এ ছাড়াও তাকে দেখা গিয়েছিল ‘হাম হ্যায় রাহি প্যার কে’, ‘আঞ্জাম’, ‘নসিব’-এর মতো সিনেমাতেও। কৌতুকাভিনয়ে দক্ষতার জন্য মঞ্চে ‘বীরবল’ নামে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত সতিন্দর।


বিবার্তা/পুলক/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com