
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরআরআর’। এবার বলিউডের সিনেমায় দেখা যাবে তাকে। তবে নায়ক নয়, খলনায়কের ভূমিকায়। পর্দা শেয়ার করবেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে। সিনেমাটির নাম ‘ওয়ার-টু’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি।
এদিকে ‘আরআরআর’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক ডাবল করে দিয়েছেন এনটিআর। পারিশ্রমিক ৪৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি রুপিতে নিয়ে গেছেন। তবে হৃত্বিকের সঙ্গে পর্দা শেয়ার করার জন্য এনটিআর ৫০ কোটি রুপিই নিচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শিগ্গির সিনেমাটির শুটিং শুরু হবে।
‘আরআরআর’ সাফল্যের পর উড়তে থাকা এ অভিনেতা বর্তমানে কাজ করছেন কোরাতল শিবার ‘দেবারা’, প্রশান্ত নীলের একটি সিনেমাতে।
২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ার’। ১৭০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ৪৭৫ কোটি রুপি। এতে হৃতিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন টাইগার শ্রফ, বাণী কাপুর, আশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]