‘জওয়ান’ দেখতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০
‘জওয়ান’ দেখতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে ভারতের একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। আর এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেল কোনো বলিউড সিনেমা।


স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যায়, পুরো লবিতে মানুষের ভিড়। দর্শকের সঙ্গে কথা বলে জানা যায়, ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরটি জানার পর থেকেই তারা অগ্রিম টিকেট কিনতে এখানে জড়ো হন!


হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের পর সেন্সর ছাড়পত্র পাওয়ায় বিকেলে শো দেয়া যায়নি। সব গুছিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘জওয়ান’-এর শো চলছে ৭টা ৫০ মিনিটে। শুক্রবার কতগুলো স্ক্রিনে সিনেমাটি চলবে, তা শিগগিরই প্রকাশ করা হবে।


‘জওয়ান’ এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেনমেন্টের সত্বাধিকারী অনন্য মামুন বলেন, ‘জওয়ান’ নিয়ে দর্শকের যে আগ্রহ, সেটা অবিশ্বাস্য। সিনেমাটি সেন্সর প্রাপ্তির খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই দর্শক অগ্রিম টিকেটের জন্য স্টার সিনেপ্লেক্সের সামনে অবস্থান নিয়েছেন। যতদূর জানতে পেরেছি, এভাবে চললে আজকেই আগামী ৫ দিনের টিকেট শেষ হয়ে যাবে।


এর আগে বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।


এদিকে সিনেমাটি নিয়ে ভারতে উন্মাদনা চরমে। দর্শক বুধবার মধ্যরাত থেকেই ভিড় জমিয়েছেন হলের সামনে, এমন খবরই দেখা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে। দর্শক চাপে বৃহস্পতিবার ভোর থেকেই ‘জওয়ান’ এর শো দেয়া হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com