শিরোনাম
শাহরুখের ‘জওয়ান’ অনলাইনে ফাঁস!
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৬
শাহরুখের ‘জওয়ান’ অনলাইনে ফাঁস!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সিনেমাটি নেটদুনিয়ায় ফাঁস হয়েছে।


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে শাহরুখের ‘জওয়ান’ সিনেমা ফাঁস হয়েছে। এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট ওয়েবসাইটে। তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি।


মুক্তির আগে থেকেই ‘জওয়ান’ জ্বরে ভুগছেন শাহরুখ ভক্তরা। ভারত ছাড়াও ‘জওয়ান’ সিনেমার উত্তাপ ছড়িয়েছে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে।


মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন। এরই মাঝে ‘জওয়ান’ ফাঁস হওয়ার খবরটি হতাশ করেছে শাহরুখ ভক্তদের। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি শাহরুখ কিংবা পরিচালক অ্যাটলি কুমার।


‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে।


হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com