
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ট্রোলকারীদের বিরুদ্ধে বেজায় ক্ষেপেছেন অভিনেতা-ব্যবসায়ী অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। ট্রোলকারীদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন এই নায়িকা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন বর্ষা।
অভিনেত্রী সেখানে লিখেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।
বর্ষা আরো লিখেছেন, এটা নিয়ে অলরেডি আমার ল-ইয়ার কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ। আয় করা উচিৎ হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।
জানা গেছে, সম্প্রতি একটি টিভির অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্রান্ডের নাম ভুল উচ্চারণ করেন বর্ষা। তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল।
বিভিন্ন পেজে ভুল উচ্চারণের অংশ কেটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্যক্তিগত পেজে দিয়েছেন। বিষয়টি নজর এড়িয়ে যায়নি অনন্ত জলিল-পত্মীর। এতেই বেজায় চটেছে দিলেন মামলা করার হুঁশিয়ারি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]