এবার রাজকেই জুতার বাড়ি খাওয়াতে চাইছেন পরীমণি?
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ২০:১১
এবার রাজকেই জুতার বাড়ি খাওয়াতে চাইছেন পরীমণি?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ২৯ মে মধ্যরাতে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও প্রকাশ পায়। পরে এ নিয়ে কম জলঘোলা হয়নি।


এ ঘটনায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় রাজ ও সুনেরাহ জানান তারা সবাই একে অপরের বন্ধু। তাদের বন্ধুদের ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং ফেসবুক পোস্টে রাজ ওই তিন নায়িকাকে তার বন্ধু বলেও সম্বোধন করেন।


কিন্তু এবার ঘটনায় এলো নতুন মোড়! সম্প্রতি একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হন তানজিন তিশা। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। আসলে এখানে কেউ কারো বন্ধু হয় না বলেও মত দেন অভিনেত্রী।


তিশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই। এটা আসলে যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, সে তত ভালো বলতে পারবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে আসলে বন্ধু হয় না। যদি হয় সেটা সোশ্যালি। আমি দুঃখিত, কেউ এটা পারসোনালি না নিয়ে যদি একটু জেনারেলি নেয় তাহলে ভালো।’


তিনি আরও বলেন, ‘যদি বন্ধুত্ব হয়ও সেটা আসলে লোকদেখানো। এমন যে, উই আর গুড টুগেদার। আসলে ইন্ডাস্ট্রিতে কোনো ভালো বন্ধু হয় না।’


এবার এ বিষয়টিকে আমলে নিয়ে নাম উল্লেখ না করে শরিফুল রাজকে খোঁচা দিলেন পরীমণি।



বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু-দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই! ওম্মাহ (ও মা)! সুন্দর না? বন্ধু কী সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে (সঙ্গে লাভ ইমোজি জুড়ে দেন)। ছ্যাচরা (ছেঁচড়া) ছেমরা (ছেমড়া) নেহ জুতার বারি (বাড়ি) খা।’


প্রসঙ্গত, মাস কয়েক আগে ওই একই অনুষ্ঠানে বসে তুষি, তিশা ও সুনেরাহর সঙ্গে পরিচয় আরও পনেরো বছর আগে থেকে বলে জানান শরিফুল রাজ। এবং ওই ছবি-ভিডিও আরও পাঁচ-ছয় বছর আগের বলেও জানান এ অভিনেতা। যদিও তানজিন তিশার সঙ্গে এখনো কোনো কাজ হয়নি শরিফুল রাজের।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com