শিরোনাম
কলকাতায় মিথিলার ‘মায়া’ মুক্তি পাচ্ছে আজ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১৫:২৩
কলকাতায় মিথিলার ‘মায়া’ মুক্তি পাচ্ছে আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নানা জল্পনার পর ২০২১ সালের মাঝামাঝি সময়ে রাজর্ষী দের ‘মায়া’ সিনেমার মাধ্যমে টলিউডে নাম লেখান মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা।


‘মায়া’ সিনেমায় নাম লেখানোর পর আরো বেশ কিছু কাজ হাতে আসে মিথিলার। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট টু’-তে অভিনয় করেছেন, এটি মুক্তিও পেয়েছে। এক বছর আগে ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছিলেন। তবে এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় তাকে। এবার কেন্দ্রীয় চরিত্র দিয়ে টলিউডে যাত্রা শুরু করলেন মিথিলা।


৭ জুলাই, শুক্রবার পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মায়া’। এসব তথ্য নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।


সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে খুব একটা খোলাসা করেননি মিথিলা। শুধু বলেছেন ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক ছবি দেখলেই বুঝতে পারবে।’


১৯৮৯ সালের কলকাতা শহর থেকে গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের সেই গল্পই বলবে ‘মায়া’।


তারকাবহুল এই সিনেমায় মিথিলার সঙ্গে আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, রণিতা দাশ, রাতশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com