শিরোনাম
বিয়ে করলেন ফারিয়া শাহরিন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১১:৪০
বিয়ে করলেন ফারিয়া শাহরিন
প্রিন্ট অ-অ+

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।


এর আগে ২০২১ সালে তিনি জানিয়েছিলেন, তার বাগদান হয়েছে ধানমন্ডির বাসিন্দা রায়ানের সাথে। তিনি একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে এই আংটিবদলের অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানালেন ফারিয়া শাহরিন। তিনি বলেন, ‘আমরা একে অপরকে কয়েক বছর ধরেই চিনি। চার বছর প্রেম করেছি। এরপর দুজনে মিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসায় দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে।


২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com