শিরোনাম
তামিমের অবসরের ঘোষণায় শোবিজ তারকাদের প্রতিক্রিয়া
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৭:৩১
তামিমের অবসরের ঘোষণায় শোবিজ তারকাদের প্রতিক্রিয়া
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। ৬ জুলাই, বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম।


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মতো বিষণ্ন দেশের তারকারা। প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় শোবিজ অঙ্গনের তারকারা তামিমের অবসর নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া।


অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারত বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’


নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনার অবদান, অবিস্মরণীয় হয়ে থাকবে প্রিয় তামিম ইকবাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’


অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘অশ্রুসিক্ত বিদায় কখনো চাইনি ক্যাপটেন। তামিমের বিদায়টা হয়তো আরেকটু সুন্দর হতে পারত। তার খেলা বরাবরই ভালো লাগত ৷ কিন্তু সবকিছুরই একসময় শেষ হয়, হতে হয় ৷ দুনিয়ার নিয়মই এটা। সেই ২০০৭ সাল থেকে আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা বাঙালি প্রত্যেকটি ক্রিকেট প্রেমী আজীবন মনে রাখবে।’


চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘এইতো কিছুদিন আগেও সবাই যখন বলত প্রিয় ক্রিকেটার কে? তখন বলতাম, প্রিয়তো সবাই। কিন্তু চিটাগাংএর বলে তামিম ইকবালকে সব থেকে বেশি ভালো লাগে। একপর্যায়ে তার অফফর্মের জন্য মন বিষণ্ন হলো। তার থেকে বেশি বিষণ্ন হলো আজকে। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল খান। সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়, শেষটা আরও সুন্দর হতে পারত!!’


নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘তামিম ইকবাল আপনার জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে ভুলতে পারব না। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা অতুলনীয়। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তা নির্মম। আপনি এটা ডিজার্ভ করেন না। আপনি বাংলাদেশের হিরো, পাপন গং’রা নন। খারাপ দিনে আপনার মতো সুপার স্টাররাও একা আবারও প্রমাণ হলো। আমাদের দেশের কোন একটা জায়গাও যদি একটু গোছানো থাকত। করাপশন ইভরিহয়ার। অনেক কথা বলার আছে। এখন শুধুই আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ মাইটি তামিম ইকবাল।’


অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের। উইল মিস ইউ ক্যাপ্টেন।’


অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘এমন সময়ে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তটা কি ঠিক হলো? সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট! কে সামলাবে ওপেনিং!!! বিশেষ করে দলে যে এর বাজে প্রভাব পড়বে, সেটা থেকে বেরিয়ে আমাদের ক্রিকেটাররা কতটুকু ভালো খেলতে পারবে, সে বিষয়ে আমি সন্দিহান! তারপরও তামিমের সিদ্ধান্তকে আমি সম্মান করি! সেও রক্তমাংসের মানুষ! বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সব সময় মনে থাকবে তামিম ইকবাল!!! আপনার ভবিষ্যৎ জীবন আনন্দের ও সুন্দর হোক!!!’


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com