
টলিউড থেকে বলিউড একাধিক সিনেমায় কাজ করা জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। পূজা বন্দ্যোপাধ্যায়ের ছবি মানেই সোশাল মিডিয়ায় আগুন। শুধু অভিনয়েই নয়, তার রূপেও মুগ্ধতা ছড়ায় ভক্তদের মনে।
সোশাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ। ছেলের সঙ্গে খুনসুটি হোক বা সমুদ্রের ধারে রঙিন বিকিনিতে উষ্ণতা নেওয়াই হোক, সবটাই তুলে ধরেন। রিল, ভিডিয়ো, ছবি সবকিছু মিলিয়ে ভক্তদের কাছে পরিবেশন করেন পূজা। পূজার ছবি পোস্ট হতেই কমেন্টে ভরিয়ে দেয় দর্শক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খোলামেলা ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। যে সকল ছবিতে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। কখনো কালো বিকিনি তো কখনো পিঠ খোলা পোশাকে নজর কেড়েছেন পূজা।
সুইমিং পুলের পাশে কালো মনোকিনি পড়ে শুয়ে রোদ পোহানোর মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা। বোল্ড লুকে তিনি বহু ভক্তদের বুকে ঝড় তুলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অফ শোল্ডার গোলাপি গাউনেও সমান নজরকাড়া তিনি। হালকা মেকআপে নরমাল লুকেও যেন অনন্যা।
কিছুদিন আগেও একটি পিঠ খোলা গাউন পরে ছবি দিয়েছিলেন পূজা। খোলা পিঠে কাধ বেয়ে নেমে এসেছে চুল। লম্বা কানের দুল, লেহেঙ্গায় একদমই অন্য রকম লাগছিল নায়িকাকে দেখতে।
নায়িকার এসব ছবিতে ভক্তদেরও বিভিন্ন মন্তব্য লক্ষ্য করা গেছে। যেখানে অধিকাংশই নায়িকার রূপের প্রশংসা করেছেন। অবশ্য কেউ কেউ তার এই সাহসী অবতারের নেতিবাচক মন্তব্যও প্রকাশ করেছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]