
ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’। সিনেমাটি দর্শকপ্রিয় হয়েছে, আর তাতে উচ্ছ্বসিত নায়িকা।
এদিকে, সিনেমাটি অপু-জয় প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করা হয়েছে। সরকারি অনুদানের এই সিনেমায় নিজের ছেলের নাম জড়িয়ে থাকায় অন্যরকম আবেগ কাজ করছে বলে জানিয়েছেন নায়ক শাকিব।
সোমবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু 'লাল শাড়ি' সিনেমাসহ বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেন।
অপু জানান, শুরুতে সবাই বলছিল, এত বড় বড় ছবির মধ্যে আসার কী দরকার। কিন্তু আমার মনে হয়েছে, সিনেমা বড় না ছোট, তা উপস্থাপনের ওপর নির্ভর করে। সেই জায়গা থেকে একটা ছবিকে আমি সব ধরনের কম্পিটিশনের একদম ঊর্ধ্বে রাখব। যেমন ‘প্রিয়তমা’ এত বড়মাপের ছবি যে সেটার সঙ্গে তুলনা করতে চাই না। একজন প্রযোজক বা শিল্পী হিসেবে আমার চাওয়া, ছবিটি ব্লকবাস্টার হোক। মনে হচ্ছে, সেই পথে হাঁটছে। তবে বাকি যে সিনেমাগুলো আছে, সেগুলোকে আমরা একে অপরে যদি উৎসাহ না দিই, ভয় পাই, পিছিয়ে যাই—তাহলে তো হবে না। সবাইকে আগে সুস্থ প্রতিযোগিতায় আসতে হবে, তবেই আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, ঈদের সময় সিনেমা নিয়ে সবারই একটা উন্মাদনা থাকে। তাই চেয়েছি, ঈদের মতো উৎসবে ছবিটি মুক্তি পাক। এবারের ঈদে যদিও বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে, এরপরও দর্শকের উচ্ছ্বাস থামাতে পারেনি।
মুক্তির দ্বিতীয় দিনে ‘লাল শাড়ি’র প্রচারণায় শাকিবও খান যুক্ত হয়েছেন। এটা কতটা কাজে এসেছে জানতে চাইলে অপু বলেন, শাকিব খান বাংলাদেশের একজন আইকন। তাঁর অবস্থান থেকে ‘লাল শাড়ি’ ছবির সাপোর্ট পাওয়াটা আসলেই সৌভাগ্যের। পাশাপাশি এটাও বলব, ‘লাল শাড়ি’ ছবিতে শুধু যে আমি আছি তা–ও না, বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন প্রযোজকও আছে, যার নাম আব্রাহাম খান জয়, তাঁরই বাবা শাকিব খান। সন্তানকে শাকিব খান সাপোর্ট দিয়েছেন—এটা অনেক বেশি কাজে দিয়েছে। শনিবার বিকেলে লায়ন্স প্রেক্ষাগৃহে গিয়েও এটা উপলব্ধি করেছি। শাকিব খানের ভক্তরা তো এমনও বলেছেন, শাকিব-অপুকে এক স্ক্রিনে দেখতে চান। তাঁদের আত্মতৃপ্তিটা এভাবেই হয়েছে, শাকিব-অপুকে আমরা এক ছবিতে পাইনি, কিন্তু একই রকম প্রচারণায় তো পেয়েছি—এটাতে তাঁদের বাড়তি আনন্দ কাজ করেছে। বিষয়টি এমন হয়ে গেছে, ‘প্রিয়তমা’ তাঁরা দেখবেন, পাশাপাশি ‘লাল শাড়ি’ও দেখবেন।
শাকিব–অপুকে একসঙ্গে পর্দায় দেখা প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, প্রতিবারই একই কথা বলব—তাঁর মতো একজন নায়ককে আমার প্রযোজিত ছবিতে নেওয়ার সাহস এখনো হয়নি। তবে সর্বকনিষ্ঠ প্রযোজক জয় যদি কোনো দিন চায়, তাহলে হতেও পারে। সেটা প্রযোজক আর সুপারস্টার শাকিব খানের ভেতরকার আলোচনা। এটাও বলে রাখি, এই সর্বকনিষ্ঠ প্রযোজক চাইলে শাকিব-অপুকে নিয়ে অনেক কিছুই সম্ভব।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাহাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন তারা। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]