শিরোনাম
আটচল্লিশেই চলে গেলেন পপ সংগীতশিল্পী কোকো লি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:৪৫
আটচল্লিশেই চলে গেলেন পপ সংগীতশিল্পী কোকো লি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মারা গেছেন ডিজনি তারকা ও পপ সংগীতশিল্পী কোকো লি। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। হংকংয়ে জন্ম নেওয়া সংগীতশিল্পী গতকাল বুধবার মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাঁর বোন লির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


লির বোন ক্যারল ও ন্যান্সি জানান, লি ‘কয়েক বছর’ ধরে বিষণ্নতায় ভুগছিলেন। গত রোববার আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু কোমা থেকে আর ফেরানো যায়নি। গতকাল তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।


ক্যারল ও ন্যান্সি পোস্টে লির ক্যারিয়ার নিয়ে লিখেছেন, ‘গত ২৯ বছরে তিনি অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন। দুর্দান্ত লাইভ পারফরম্যান্সের জন্য শ্রোতাদের ওপর একটি বিস্ময়কর ছাপ রেখে গেছেন। এই বছর লির গাওয়া ক্যারিয়ারের ৩০তম বছর হিসেবে চিহ্নিত হবে। আমরা ওকে নিয়ে গর্বিত।’


ওয়েস্টার্ন হিপহপের সঙ্গে আরঅ্যান্ডবি মিউজিক তাঁকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিল। লির জন্ম হংকংয়ে। শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বেড়ে ওঠেন সান ফ্রান্সিসকোতে। মাধ্যমিক পড়াশোনার পর তিনি ছুটিতে তাঁর জন্ম শহরে ফিরে যান, যেখানে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। তিনি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। এর মধ্য দিয়ে তাঁর পপ ক্যারিয়ারের পথচলা শুরু।


১৯৯৪ সালে দুটি ম্যান্ডারিন অ্যালবামের মাধ্যমে লি ম্যান্ডোপপ সংগীতে প্রবেশ করেন। পরের বছরের মধ্যে তিনি একটি ইংরেজি ভাষার অ্যালবাম বের করেন। পাশাপাশি তৃতীয় ম্যান্ডারিন অ্যালবামও প্রকাশ করেন। তিনি মুলান থিম সং ‘রিফ্লেকশন’ ম্যান্ডারিন ভাষায়ও গেয়েছেন। তাঁর গান ‘বিফোর আই ফল ইন লাভ’ ১৯৯৯ সালে হলিউড ফিল্ম ‘রানঅ্যাওয়ে ব্রাইড’-এ যখন গাওয়া হয়, সেখানে কণ্ঠ মেলান বিখ্যাত অভিনয়শিল্পী জুলিয়া রবার্টস ও রিচার্ড গেরে।


১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় মাইকেল জ্যাকসন অ্যান্ড ফ্রেন্ডস বেনিফিট কনসার্টে তিনি পারফর্ম করেন। তিনি টিভি ট্যালেন্ট শো ‘চাইনিজ আইডল’ অনুষ্ঠানের বিচারকও ছিলেন।


সূত্র : আল-জাজিরা


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com