
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'লাল শাড়ি'। সরকারি অনুদানে তৈরি সিনেমাটি নির্মিত হয়েছে অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে। মফস্সলের একটি তাঁতপল্লি ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প।
এ সিনেমার মাধ্যমে অপু বিশ্বাস নতুন এক পরিচয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন। একইসাথে, এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান অপু বিশ্বাস ও সাইমন সাদিক।
ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং হয় ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের। টানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় সিনেমাটির কাজ।
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘লাল শাড়ি’ সিনেমার নায়ক সাইমন সাদিক ও নায়িকা অপু বিশ্বাস অংশ নিয়েছিলেন।
একই সঙ্গে প্রযোজক এবং নায়িকা—বেশ চাপে ছিলেন কি? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘চাপ আসলেই অনেকখানি ছিল। কারণ, ঈদে বাসাভর্তি মেহমান, পাশাপাশি ছেলের যত্ন। সঙ্গে যোগ হয়েছে দর্শকদের বাড়তি দায়িত্ব এবং কৌতূহল। দর্শক যেন সিনেমাটাকে সত্যি ভালো বলেন। এবার প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাস হিসেবে দুটার সাফল্য একসঙ্গে নেওয়ার জন্য অপেক্ষা করছি।’
গল্পটি পড়ার পরই পছন্দ হলো অপু বিশ্বাসের, যুক্ত করলেন ‘লাল’ শব্দটি। সিনেমার নাম হলো ‘লাল শাড়ি’।
কিন্তু এমন একটি গল্প বেছে নেওয়ার পেছনের গল্প কী ছিল? তারই উত্তর দিলেন প্রযোজক অপু বিশ্বাস। তাঁর ভাষ্যমতে, টাঙ্গাইলে গিয়েছিলেন অন্য একটা সিনেমার শুটিংয়ে। সেখানে গিয়েই তিনি প্রথমবারের মতো তাঁতশিল্পের সঙ্গে পরিচিত হন। তাঁতশ্রমিকদের একটা শাড়ি বুননে পরিশ্রমের গল্প তিনি বুঝতে পারেন। এর আগে অবশ্যই পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে কী গল্প নিয়ে কাজ করা, সে বিষয়ে কথা চলছিল। সরকারি অনুদানের সিনেমায় যেহেতু বিভিন্ন কোটায় গল্প নির্বাচন হয়, তাই তিনি বাঙালি সংস্কৃতির একটা গল্প বাছাই করলেন। এমনই গল্প মিলে গেল তানভির সিডনির ‘শাড়ি’ গল্পে।
শুটিংয়ের সময়টায় প্রথম প্রথম ভক্তরা বুঝতে না পারলেও, পরবর্তী সময়ে বুঝতে পেরেছিলেন এখানে অপু-সাইমন শুটিং করছেন। এমন অবস্থা হয়েছে, দুদিন পুলিশের নিরাপত্তায় শুটিং করতে হয়েছে, বলেন সাইমন সাদিক।
শুধু ভক্তদের চাপ ছিল তা নয়, শুটিংয়ে ভক্তদের সঙ্গে ভাবের আদান-প্রদানও তৈরি হয়েছে। অপু বিশ্বাস বলেন, ‘রোমান্টিক দুটি দৃশ্যের শুটিং ছিল। একটা দৃশ্য শুটিং করার পর আমি রুমে চলে আসি। পরের লোকেশনে আগেই নায়ক সাইমন সাদিক চলে যান। তৈরি হয়ে সেটে গিয়ে দেখি, সেখানকার গ্রামবাসীর ঘর থেকে আনা মাংস-ভাত পেটপুরে খেয়েছেন ইউনিটের সবাই। ভক্তদের বাড়ি থেকে এসেছে দুপুরের খাবার।’
ঈদে মুক্তি পাওয়া এত সিনেমার মধ্যে ‘লাল শাড়ি’ই কেন দেখবেন দর্শক? উত্তরে সাইমন বলেন, ‘আমরা যাঁরা দেশকে ভালোবাসি এবং আমাদের বাঙালিয়ানা বিশ্বের দরবারে বলতে চাই, তাঁদের জন্য এ সিনেমায় একটি মেসেজ আছে।’
অপু বিশ্বাস বলেন, এটা একটা নারীদের গল্প। শাড়ি বুননের পেছনে তাঁতিদের অজানা গল্পটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। সর্বোপরি প্রথমবারের মতো অপু-সাইমন জুটির রসায়নটা দেখার জন্যও হলে আসতে হবে দর্শকদের।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]